প্রিমিয়ার লিগ
টানা দুই জয়ে লিগ টেবিলে শীর্ষে উঠল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
Published : 06 Dec 2024, 09:01 PM
লড়াইটা লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে, একজন কম নিয়েই দুর্দান্ত ফুটবল উপহার দিল তারা। তুলে নিল অসাধারণ এক জয়।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উজ্জীবিত পারফরম্যান্সে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মোহামেডান। একমাত্র গোলটি করেন সুলেমান দিয়াবাতে।
ম্যাচের ২১তম মিনিটে রাকিব হোসেনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। বক্স থেকে বেরিয়ে এসে ফাউলটি করেছিলেন তিনি। তারপরও তুলনামূলক তারাই বেশি কার্যকর ফুটবল খেলে।
কিংসও অবশ্য দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল; কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। খুব বেশি তারা ভাঙতে পারেনি প্রতিপক্ষের জমাট রক্ষণ। দুর্দান্ত কিছু সেভ করে মোহামেডানের জাল অক্ষত রাখায় অসামান্য অবদান রাখেন বদলি গোলরক্ষক সাকিব আল হাসানও।
দ্বিতীয়ার্ধে আরও উজ্জ্বল মোহামেডান ৫৮তম মিনিটে পায় গোলের দেখা। দূর থেকে রহিমউদ্দিনের দারুণ থ্রু বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দলকে এগিয়ে নেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে।
৭৪তম মিনিটে বল পায়ে বক্সে ঢুকে পড়া রহিমউদ্দিনকে ফাউল করেন রিমস হোসেন। ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়ে যায় মোহামেডান। কিন্তু প্রথম ম্যাচেও জোড়া গোল করা দিয়াবাতে এবার হতাশ করেন; তার স্পট কিক রুখে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
এর আগে তিনটি কাপ ফাইনালে এগিয়ে গিয়েও হেরেছিল মোহামেডান। দিয়াবাতে ওই পেনাল্টি মিস করায় পুরোনো শঙ্কাটা তাই জাগে। তবে, এবার আর কোনো ভুল করেনি তারা।
প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারানোর পর এবার শিরোপাধারীদের বিপক্ষে এই জয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মোহামেডান।