নারী ফুটবল
বাকি পাঁচ জনের মধ্যে চার জন দেশের বাইরে, একজন ব্যক্তিগত কারণে এখনও ফিরেননি ক্যাম্পে।
Published : 08 Apr 2025, 02:16 PM
অবশেষে গলল বরফ। পিটার জেমস বাটলারের বিরুদ্ধে ১৮ জনের ‘বিদ্রোহ’র অবসানের কথা আগে জানিয়েছিল বাফুফে, কিন্তু তবু ছিল অনিশ্চয়তা। সে শঙ্কার মেঘটুকু কেটে গেল। বাটলারের অনুশীলনে ফিরেছেন মারিয়া মান্দা-শিউলি আজিমরা।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিদ্রোহ করা ১৮ জনের মধ্যে ১৩ জন যোগ দিয়েছেন মঙ্গলবারের অনুশীলনে। আবাহনীর মাঠে সকালে হয়েছে ট্রেনিং।
বাকি পাঁচ জনের মধ্যে চার জন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটান গেছেন লিগ খেলতে। গত সাফে পাঁচ গোল করা তহুরা বোনের অসুস্থতার কারণে এখনও যোগ দেননি ক্যাম্পে।
আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে হবে উইমেন’স এশিয়ান কাপের বাছাই। এ উপলক্ষে দুই দিন আগে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে মাঠে নেমে পড়েছেন বাটলার। অবশ্য সোমবার তার অধীনে ট্রেনিং থেকে বিরত ছিলেন বিদ্রোহীরা। তাতে প্রশ্ন থেকে যায়, টানাপোড়েনের অবসান আদৌ হবে কিনা?
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, অনুশীলন হয়েছে স্বাভাবিক পরিবেশেই। লম্বা সময় ক্যাম্পের বাইরে থাকা সানজিদা-নিলুফা ইয়াসমিন নীলাদের ফিটনেস নিয়ে খুব বেশি দুর্ভাবনা নেই বলেও জানালেন তিনি।
“পাসিং ড্রিল, পজিশন এবং ফিটনেস ট্রেনিং হয়েছে। অনেক দিন পর… এই হিসেবে সবাই কোচের নির্দেশনা অনুযায়ী অনেক ভালো করেছে। যদিও লম্বা সময় খেলার বাইরে থাকায় ফিটনেসের অবস্থা আপ টু দ্য মার্ক নয়, তবে একেবারে খারাপও নয়। দ্রুতই ফিটনেস ফিরে পাবে মেয়েরা।”
“টানাপোড়েনের কিছু নেই। যারা বিদ্রোহ করেছিল, তারাও আমাদেরই খেলোয়াড়, আমাদেরই মেয়ে। তারাও খেলতে চায় বলে ক্যাম্পে ফিরেছে। আশা করি, সবকিছু আগের মতোই চলবে।”
গত ৩০ জানুয়ারি ইংলিশ কোচের বিরুদ্ধে ‘গালিগালাজ করা’, ‘বডি শেমিং’, ‘মানসিক নির্যাতন’-এর মতো গুরুতর অভিযোগ করে বিদ্রোহ করে ১৮ ফুটবলার। বাটলারের থাকলে ‘পদত্যাগ’-এর হুমকিও দেন তারা। এক পর্যায়ে বাটলারও বলে দেন বিদ্রোহীরা থাকলে অনুশীলন করাবেন না তিনি। তবে মাঝের সময়ে আলোচনায় সব পক্ষ নমনীয় হওয়ায় সমাধানের পথ খোলে।
দলীয় সুত্রের খবর, সোমবারের আলোচনায় মারিয়া-রূপনাদের মতো বাটলারও বলেছেন, অতীতের বিষয়গুলো ভুলে গিয়ে নতুন করে সব কিছু শুরু করার। তবে এদিনের অনুশীলন, ক্যাম্পের আবহ নিয়ে ইংলিশ কোচ তেমন কিছু বলতে চাইলেন না।
“ট্রেনিং এবং কোনো খেলোয়াড়ের বিষয়ে নো কমেন্টস। সমস্যা সমাধান হয়ে গেছে। আপাতত এতটুকুই কথা।”