ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যানফিল্ডে নিজের উত্তরসূরি আর্না স্লটকে গানের সুরে আগাম বরণও করে নিলেন এই জার্মান কোচ।
Published : 20 May 2024, 01:07 AM
‘আর্না স্লট, না, না-না, না, না’, মাইক্রোফোনের সামনে সুর তুললেন ইয়ুর্গেন ক্লপ। অ্যানফিল্ডের গ্যালারি কাঁপিয়ে লিভারপুল সমর্থকেরাও সুর মেলালো ক্লপের সুরে। একই সঙ্গে বেজে উঠল লিভারপুলে ক্লপের বিদায়ের রাগিনী, স্লটের আগমণী বার্তা।
এই দৃশ্য রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে লিভারপুলের জেতা ম্যাচের পরের। এ ম্যাচ দিয়েই ইংলিশ ক্লাবটির হয়ে সাফল্যময় পথচলা শেষ হলো ক্লপের।
আশা জাগিয়ে এ মৌসুমের লিগ শিরোপা জিততে পারেনি লিভারপুল। ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে তারা। তবে বিদায় বেলায় সঙ্গী করে নিয়ে যাচ্ছেন একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জয়ের তৃপ্তি।
বিদায় বেলায় ক্লপকে অবশ্য বেশি আনন্দ দিচ্ছে বর্তমান দলের, খেলোয়াড়দের মানসিকতা, নিবেদন সবকিছু। নিজের চলে যাওয়াতে তাই কোনো কিছুর শেষ দেখছেন না তিনি, বরং শুনতে পাচ্ছেন নতুন শুরুর গান।
“মনে হচ্ছে না এটা শেষ; কেবল মনে হচ্ছে এটা একটা শুরু। আজ আমি মেধাবী খেলোয়াড়ে, তারুণ্যে ভরা একটা দলকে দেখলাম… যাদের আছে সৃষ্টিশীলতা, ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা। এটাও উন্নতির একটা ধাপ, যেটি অবশ্যই প্রয়োজনীয়।”
“এই কয়েক সপ্তাহে আমি অনেক কিছু উপলব্ধি করেছি। লোকে বলে, আমি তাদের সন্দেহপ্রবণ মনকে বিশ্বাসীতে রূপান্তর করেছি; তবে এটা ঠিক নয়। কাজটি আপনারাই করেছেন। কেউ আপনাকে বিশ্বাস করতে বারণ করেনি। দীর্ঘসময়ের চেয়েও এই ক্লাব ভালো জায়গায় আছে।”
রেখে যাওয়া দলের মানসিক দৃঢ়তার প্রসঙ্গটি ঘুরেফিরেই এলো ক্লপের কণ্ঠে। নিজেদের উপর আস্থা, বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি। সমর্থকদের কান্না, ভালোবাসা মন ছুঁয়েছে এই জার্মানের। বললেন, আজ তিনিও কাঁদবেন।
“আমাদের এই চমৎকার মাঠ আছে, অনুশীলন কেন্দ্র আছে এবং তোমরা আছো- ফুটবল বিশ্বের সুপারপাওয়ার। ওয়াও। আমরাই সিদ্ধান্ত নেব, আমরা চিন্তিত নাকি শিহরিত হবো। আমরাই ঠিক করব, নিজেদের উপর বিশ্বাস রাখব কিনা। আমরাই সিদ্ধান্ত নেব, নিজেদের উপর আস্থা রাখব নাকি রাখব না। আমি আজ তোমাদেরই একজন এবং বিশ্বাস ধরে রাখব। তোমাদের উপর বিশ্বাস থাকবে আমার, শতভাগ।”
“অবশ্যই আমি দেখলাম, অনেক মানুষ কাঁদছে এবং আমিও আজ রাতে কাঁদব। কেননা, এই মানুষগুলোকে আমি মিস করব, কিন্তু পরিবর্তন ভালো বিষয়। সবকিছু ঠিক হয়ে যাবে; কেননা, শতভাগ জমাট ভিত তৈরি হয়ে গেছে।”
আগেই চূড়ান্ত হয়েছে স্লট ধরবেন লিভারপুলের হাল। উত্তরসূরিকে নিয়ে এর আগেও ক্লপের কণ্ঠে ঝরেছে প্রশংসা। এবার তিনি সমর্থকদের অনুরোধ করলেন ডাচ কোচকেও আন্তরিকতা দিয়ে বরণ করে নিতে।
“যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেভাবে নতুন ম্যানেজারকে স্বাগত জানাবেন। প্রথম দিন থেকে আপনারা তার পাশে থাকবেন, তার প্রতি বিশ্বাস রাখবেন, দলকে তাগিদ দিবেন। আমি এখন আপনাদেরই একজন।”
“ধন্যবাদ। তোমরা বিশ্বের সেরা দল। তোমাদের ধন্যবাদ!”