নারী ফুটবল
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে দল দারুণ কিছু করবে বলেও বিশ্বাস উইমেন’স সাফ জয়ী এই কোচের।
Published : 20 Feb 2025, 05:25 PM
সাবিনা-মনিকা-শিউলিদের মতো অভিজ্ঞদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফবে যাবে বাংলাদেশ দল। বিদ্রোহ করা ১৮ জনকে বাইরে রেখে নতুনদের নিয়ে ২৩ জনের চূড়ান্ত দল দিয়েছেন পিটার জেমস বাটলার। তরুণদের নিয়ে আশাবাদী হলেও এই ইংলিশ কোচ বললেন, মাথা তুলে দাঁড়ানোর জন্য এই দলের সময় প্রয়োজন।
আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী সোমবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। এজন্য বৃহস্পতিবার ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করেছেন বাটলার। সবশেষ সাফ জয়ী দলের আট জনের বাইরে অনূর্ধ্ব-২০ দলের আছেন ৬ জন। বাকিরা একেবারেই নতুন মুখ।
২০২৪ উইমেন’স সাফ পরবর্তী সময়ে বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করা ১৮ জনের ঠাঁই মেলেনি এবারের দলে। ফলে অভিজ্ঞতার ঘাটতি থাকছে সব বিভাগেই। পোস্টে যেমন থাকছেন না সাফের দুইবারের সেরা গোলরক্ষক রুপনা চাকমা, তেমনি আক্রমণভাগে সাবিনা খাতুন, মাঝমাঠে মনিকা চাকমা, রক্ষণে শিউলি আজিম, নিলুফার ইয়াসমিন নীলার মতো নির্ভরযোগ্যরা অনুপস্থিত।
সবশেষ সাফ জয়ী দলের সাত জন থাকলেও তাদের অনেকেরই নেই সাফে খেলার অভিজ্ঞতা। সব মিলিয়ে ‘নবীন’ দল নিয়ে ‘অগ্নিপরীক্ষায়’ নামতে হবে পিটারকে। তবে আশাবাদী ৫৮ বছর বয়সী এই কোচ।
“তালিকায় যে ২৩ জন খেলোয়াড় আছে, তাদের কয়েকজনের কিছু অভিজ্ঞতা আছে। বলতে পারেন, আমি স্রেফ তরুণ একটা দল পেয়েছি এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা ধৈর্য্য ধরবেন এবং তাদেরকে সময় দিবেন।”
“এই নতুনরা ভুল করবে, শুরুর সময়ে সবাই ভুল করে এবং এভাবেই আমরা শিখি। আমরা আসলে দুটি দলের মধ্যে সমন্বয় করতে চাইছি। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই খেলোয়াড়রা সঠিক মানসিকতা ও বিনম্রতার সাথে কঠোর পরিশ্রম করবে এবং যখন বাংলাদেশের জার্সি পরবে, তখন দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরবে।”
২৩ জনের দলে সবশেষ সাফ জয়ী দলের ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপা আছেন বর্তমান দলে।
অনূর্ধ্ব-২০ দলের সুরমা খাতুন, আকলিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা বিশ্বাস, হালিমা আক্তার- এই ছয় জনও সঙ্গী হচ্ছেন দলের। বাকি ৯ জন একেবারেই নতুন মুখ।
দলে গোলরক্ষক ৩ জন, ডিফেন্ডার ৭ জন, মিডফিল্ডার ৯ জন এবং বাকি ৪ জন ফরোয়ার্ড।
বাংলাদেশ দল: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, হালিমা আক্তার, স্বপ্না রানী, আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বেলা মেহাতো, ঔশি খাতুন, তনিমা বিশ্বাস, মুনকি আক্তার, বন্যা খাতুন, সুলতানা, কানোম আক্তার, অপির্তা বিশ্বাস অর্পিতা, সুরভী আকন্দ প্রীতি, মরিয়ম বিনতে হান্না ও নবিরন খাতুন।