স্প্যানিশ ফুটবল
ভিয়ারেয়ালের এই ফরোয়ার্ডের মতে, সবার আগে জীবন, এরপর দ্বিতীয় কিংবা তৃতীয়তে আসবে ফুটবল।
Published : 14 Nov 2024, 05:04 PM
স্পেনের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও অন্য অঞ্চলগুলোর ম্যাচ চালিয়ে গেছে লা লিগা। টুর্নামেন্ট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভিয়ারেয়াল ফরোয়ার্ড আয়োসে পেরেস। তার মতে, জীবনের আগে ফুটবল নয়।
ভালেন্সিয়াসহ স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতিবৃষ্টির ফলে আকস্মিক বন্যা হয় গত মাসের শেষ দিকে। এতে ২০০ এর বেশি মানুষ মারা যান। এখনও নিখোঁজ অনেকে। ঘরহারা হন বহু মানুষ।
কঠিন ওই পরিস্থিতিতে ভালেন্সিয়া অঞ্চলের বিভিন্ন প্রতিযোগিতার ম্যাচ স্থগিত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। কিন্তু অন্যান্য অঞ্চলের ম্যাচগুলো ঠিকই হয়। লা লিগা প্রধান হাভিয়ের তেবাস গত ২ নভেম্বর বলেছিলেন, বন্যা আঘাত না হানা অন্য অঞ্চলে খেলা চালিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
যদিও এই সময়ে ম্যাচ খেলতে স্বচ্ছন্দ ছিলেন না অনেকেই। মানুষের কঠিন এই সময়ে ফুটবল ম্যাচ খেলার কোনো মানেই হয় না বলে অভিমত প্রকাশ করেছিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক, আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।
স্প্যানিশ ফরোয়ার্ড পেরেসের মতে, খেলোয়াড় কিংবা কোচদের বন্যা পরিস্থিতির মাঝে খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করার মতো জায়গায় নিয়ে যাওয়াই উচিত হয়নি লা লিগার।
“আমাদের এমন পর্যায়ে পৌঁছানো উচিত হয়নি যেখানে কোচ ও খেলোয়াড়দের সামনে আসতে হবে এবং তাদের মতামত দিতে হবে, কারণ পরিস্থিতি এটাই পরিষ্কার... আমরা একটি (প্রাকৃতিক) বিপর্যয়ের কথা বলছি।”
“আমাদের ভালেন্সিয়ার পাশে থাকা উচিত ছিল। ফুটবল আসবে দ্বিতীয় কিংবা তৃতীয়তে। গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সমস্ত লোকজনের পাশে থাকা যারা ক্ষতিগ্রস্থ হয়েছিল।”
বন্যার পরপর রায়ো ভাইয়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচটি খেলেনি ভিয়ারেয়াল। তবে পরের সপ্তাহে আলাভেসের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল পেরেসদের।
“ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা ছিল খুবই আবেগময় মুহূর্ত। ভালেন্সিয়ার এত কাছাকাছি ভিয়ারেয়াল যে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম, ম্যাচ খেলার জন্য এটা সেরা কন্ডিশন ছিল না। সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না; আমাদের খেলতে হতো, তাই আমরা খেলেছি। কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে এটা করা উচিত হয়নি।”
আলাভেসে গত সপ্তাহে খেলা ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল ভিয়ারেয়াল।