ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম বলেন, দুই কিশোরীকে বুঝিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়ার চেষ্টা চলছে।
Published : 26 Apr 2025, 07:11 PM
নিজেদের মধ্যে ‘প্রেমের’ সম্পর্ক রয়েছে- এমন দাবি করার পর দুই কিশোরীকে পরিবার চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম শনিবার শনিবার বিকালে বলেন, “সকালে একটি মেয়ের পরিবার দুই কিশোরীকে থানায় দিয়ে যায়। আমরা তাদের সঙ্গে কথা বলছি। তাদের পরিবারের জিম্মায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
যে দুই কিশোরীকে থানায় হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে একজন ফরিদগঞ্জের (১৫); অন্যজন গোপালগঞ্জের কোটালিপাড়ার (১৬)। ভিন্ন ধর্মের অনুসারী দুই কিশোরী শিক্ষার্থী।
পরিবারের বরাতে পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে টিকটকের মাধ্যমে দুই কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ‘সম্পর্ক’ গড়ে ওঠে। একে অপরের বাড়িতেও আসা-যাওয়া করে।
কিছুদিন আগে ফরিদগঞ্জের কিশোরী গোপালগঞ্জের কিশোরীর বাড়িতে চলে যায়। তখন পরিবার তার নিখোঁজ সংক্রান্ত বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
তবে শুক্রবার কোটালিপাড়ার কিশোরীকে নিয়ে ফরিদগঞ্জের কিশোরী তার বাড়ি চলে আসে এবং দুজনেই দাবি করে, তারা বিয়ে করেছে।
বিষয়টি আশপাশের লোকজন জেনে গেলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। তারা ফরিদগঞ্জের কিশোরীর বাড়িতে ভিড় জমায়। তখন পরিবার তাদেরকে পুলিশে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানায়।
ওসি শাহ্ আলম বলেন, “আগে মেয়েটির পরিবার একটি জিডি করেছিল। সেই জিডি মূলেই তাদের উদ্ধার করা হয়েছে।”