ফরাসি কাপ
লিগ আঁর দুটি দলকে ফরাসি কাপ থেকে বিদায় করে দিয়েছে চতুর্থ স্তরের দল ব্রিয়োচিন।
Published : 26 Feb 2025, 09:06 AM
আগামী সপ্তাহে লিভারপুলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সেই লড়াইয়ের দিকে এখন নজর দিতেই পারে পিএসজি। তবে কোচ লুইস এনরিকের মনোযোগ কেবল ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষকে ঘিরে, দেশটির চতুর্থ স্তরের দল ব্রিয়োচিনের দিকে। এরই মধ্যে যে দুটি বড় দলকে প্রতিযোগিতাটি থেকে বিদায় করে দিয়েছে দলটি।
এবারের ফরাসি কাপে লিগ আঁর দুই দল নিস ও লু আভহাকে হারিয়ে দিয়েছে ব্রিয়োচিন। পিএসজিকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল শেষ বত্রিশে। ৮৭ মিনিট পর্যন্ত তাদের সঙ্গে ২-২ সমতা রেখেছিল পঞ্চম স্তরের দল ইস্পালি, শেষ দিকের দুই গোলে ৪-২ ব্যবধানে জিতেছিল এনরিকের দল।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার ব্রিয়োচিনের মাঠে খেলবে পিএসজি। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও দলটিকে নিয়ে খুব সতর্ক পিএসজি কোচ এনরিকে।
“যদি লিগ আঁর অন্যান্য দলগুলোর দিকে তাকান, তাদের বেশিরভাগই, অর্ধেকেরও বেশি, ছিটকে গেছে। যদি ইস্পালি ও লু মাঁর বিপক্ষে ম্যাচ দেখেন, ম্যাচগুলোতে আমাদের অনেক লড়াই করতে হয়েছিল, বিশেষ করে ইস্পালির বিপক্ষে।”
“আমরা প্রায়ই দেখি যে, আন্ডারডগ কীভাবে চূড়ায় উঠে আসে। ফুটবলে কখনও কখনও আক্রমণাত্মক না হয়েও একটি দল ম্যাচ জিততে পারে।”
এই মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগে পিএসজি এখনও অপরাজিত। ২৩ রাউন্ড শেষে তারা শীর্ষে আছে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আগামী সপ্তাহে ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। তার আগে লিগ আঁয় তাদের ম্যাচ আছে লিলের বিপক্ষে।