চ্যাম্পিয়ন্স লিগ
জার্মান জায়ান্টদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে এখনও জিততে পারেননি সিমোনে ইনজাগি।
Published : 12 Mar 2025, 06:03 PM
এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় নেই কোচ সিমোনে ইনজাগির। সেখানে এবার তার দল ইন্টার মিলান ভুগছে চোট সমস্যায়। সব মিলিয়ে, ইউরোপ সেরার প্রতিযোগিতায় আরেকবার জার্মান জায়ান্টদের মুখোমুখি হওয়ার আগে কিছুটা দুর্ভাবনায় থাকার কথা এই ইতালিয়ান কোচ। তবে পূর্ণ শক্তির দল নিয়েই বায়ার্নের গেরো কাটাতে আশাবাদী তিনি।
সান সিরোয় মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ফেইনুর্ডকে ২-১ গোলে হারায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ইতালিয়ান ক্লাবটি।
শেষ আটে প্রতিপক্ষ হিসেবে বায়ার্নকে পেয়েছে ইন্টার। বুন্ডেসলিগার প্রতিদ্বন্দ্বী বায়ার লেভারকুজেনকে শেষ ষোলোর দুই লেগেই হারায় ভিনসেন্ট কোম্পানির দল; প্রথম লেগে ৩-০ ও দ্বিতীয় লেগে ২-০ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ইন্টারের সবশেষ দেখা হয় ২০২২-২৩ আসরে। ইনজাগির কোচিংয়ে সেবার গ্রুপ পর্বের দুই লেগেই ২-০ গোলে হারে মিলানের ক্লাবটি।
এর আগে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত লাৎসিও কোচ থাকার সময়ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ইনজাগি। ইতালিয়ান ক্লাবটির কোচের দায়িত্বের শেষ মৌসুমে বায়ার্নের বিপক্ষে শেষ ষোলোর দুই লেগে যথাক্রমে ১-৪ ও ১-২ গোলে হেরেছিল তার দল। এবার ব্যর্থতার সেই বৃত্ত ভাঙতে মুখিয়ে আছেন ইনজাগি।
বায়ার্ন পরীক্ষার আগে তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পূর্ণশক্তির দল পাওয়া। চোটের সঙ্গে লড়াই করছেন মাত্তেও দারমিয়ান, ফেদেরিকো দিমার্কো, পিওতর জেলিনস্কি ও নিকোলা জালেভস্কি। এছাড়া ফেইনুর্ডের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে হলুদ কার্ড দেখা ক্রিস্তিয়ান আসলানিকে পরের ম্যাচে পাবে না ইন্টার।
চোটের থাবায় দল গোছাতে হিমশিম খাওয়া ইনজাগি খেলাচ্ছেন যুব দলের ১৮ বছর বয়সী ডিফেন্ডার মাত্তেও কক্কি ও ১৯ বছর বয়সী মিডফিল্ডার টমাস বিয়েহেনভখকে।
শেষ আট নিশ্চিতের পর ইনজাগি বললেন, বায়ার্ন ম্যাচে পূর্ণ শক্তির দল পাওয়ার আশার কথা।
“খুবই কঠিন একটি ম্যাচ হবে। ইন্টার ও লাৎসিওর কোচ হিসেবে তাদের মুখোমুখি হয়েছিলাম।”
“এখন পর্যন্ত যেভাবে খেলেছি, এই ম্যাচেও সেভাবে নামব। সবাইকে পাওয়ার আশা করছি। আসলানির হলুদ কার্ডের জন্য খারাপ লাগছে। যুবদল থেকে দুইজন এসেছে, তারাও আমাদের সাহায্য করছে। কারণ এই মুহূর্তে খেলোয়াড় ঘাটতি রয়েছে আমাদের।”
আগামী এপ্রিলে মাঠে গড়াবে ইন্টার ও বায়ার্নের সেমি-ফাইনালে ওঠার দুই লেগের লড়াই।