বিশ্বকাপ বাছাই
ফরোয়ার্ড রাফিনিয়ার মতো ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োসের কণ্ঠেও ঝরল সুযোগ হারানোর আক্ষেপ।
Published : 15 Nov 2024, 06:44 PM
ভেনেজুয়েলা ম্যাচ নিয়ে ব্রাজিল দলে চলছে কাঁটাছেঁড়া। সতীর্থ রাফিনিয়ার মতো অধিনায়ক মার্কিনিয়োসের কণ্ঠেও সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজমের কারণও খুঁজে পেয়েছেন তিনি। মনোযোগে ঘাটতি থাকায় গোল খেতে হয়েছে বলে মনে করেন এই ডিফেন্ডার।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ড্র করে ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে রাফিনিয়ার গোলে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা টানেন তেলাস্কো সেগোভিয়া।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতের ম্যাচে শুরু থেকে গোলের সুযোগ কড়া নাড়তে থাকে ব্রাজিলের দুয়ারে। সুযোগগুলো হেলায় হারানোর আক্ষেপ ঝরল মার্কিনিয়োসের কণ্ঠে।
“আমরা অনেক সুযোগ তৈরি করেছি, বিশেষ করে প্রথমার্ধে; কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। বাছাইয়ে আমাদের ক্ষেত্রে এটাই হচ্ছে। আমাদের মধ্যে যারা একটু বেশি অভিজ্ঞ, তারা জানে, এতে কেমন লাগে। সুযোগগুলো কাজে লাগিয়ে আগেভাগেই ফল নিয়ে অনিশ্চয়তা আমাদের দূর করে ফেলা উচিত ছিল।”
ম্যাচে দারুণ কিছু গোলের সুযোগ হারিয়ে জয় হাতছাড়া করার আক্ষেপ শোনা যায় রাফিনিয়ার কণ্ঠেও।
“আমরা জানতাম, লড়াইটি কঠিন হবে। তাদের (ভেনেজুয়েলা) দলের মানও ভালো। কিন্তু মাঠে মাঝেমধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য পরিস্থিতি জটিল হয়ে যায়, বিশেষ করে যখন আপনি সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হন। জয়ের ধারায় ফিরতে আমাদের কাজ করে যেতে হবে।”
৪২তম মিনিটে বার্সেলোনা তারকা রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি কিকেই এগিয়ে থাকার স্বস্তিতে বিরতিতে যায় ব্রাজিল। তাদের সেই স্বস্তি উবে যায় দ্বিতীয়ার্ধ শুরুর ৪১ সেকেন্ডেই, সমতা টানেন তেলাস্কো। ম্যাচের প্রতি অর্ধের শুরু ও শেষটা যে ভীষণ গুরুত্বপূর্ণ, তা মনে করিয়ে দিলেন মার্কিনিয়োস।
“ফুটবলে, ম্যাচের শুরু ও শেষটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে ফল নির্ধারিত হয়ে যায়। আমরা দ্বিতীয়ার্ধ শুরু করেছিলাম একটু কম মনোযোগী হয়ে, সেই সুযোগটা তারা নিয়েছে। ভেতরের দিকে আমরা জায়গা ছেড়ে (প্রতিপক্ষের) কিছু খেলোয়াড়কে অরক্ষিত রাখি এবং এর ফলে একটা গোল খেয়ে বসি। পুরো ম্যাচে অল্প কিছু মুহূর্তের একটি এটি, যখন আমরা ব্যর্থ হই।”
বাছাইয়ে শুরু থেকেই নিজেদের মাঠে চমক দেখাচ্ছে ভেনেজুয়েলা। ঘরের মাঠে তারা হারেনি এখনও। ব্রাজিলের বিপক্ষে ড্রয়ের আগে তারা প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে যথাক্রমে ১-০, ৩-০ ব্যবধানে জিতেছিল। গোলশুন্য ড্র করেছিল একুয়েডর ও উরুগুয়ের বিপক্ষে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও তারা রুখে দেয় ১-১ ড্রয়ে।
বাছাইয়ে নিজেদের মাঠে অজেয় যাত্রা ধরে রাখা ভেনেজুয়েলার প্রশংসা করতেও ভোলেননি মার্কিনিয়োস।
“তারা খুবই ভালো রক্ষণাত্মক কৌশল নিয়েছিল, আমাদের ব্যর্থ হওয়ার জন্য অপেক্ষা করেছে এবং এরপর পাল্টা আক্রমণ করেছে…আমাদের কেবল গোলমুখে আরও কার্যকর এবং দ্বিতীয়ার্ধে আরেকটু বেশি মনোযোগী হওয়ার দরকার ছিল।”
আগামী বুধবার ঘরের মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।