আন্তর্জাতিক ফুটবল
সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই দুই ম্যাচে খেলবেন না অধিনায়ক জামাল ভূঁইয়া।
Published : 30 Oct 2024, 07:04 PM
সব খেলোয়াড় নিয়ে প্রস্তুতি শুরু করতে পারছেন না হাভিয়ের কাবরেরা। মালদ্বীপ ম্যাচের জন্য ক্যাম্পে তাই প্রাথমিকভাবে ১৬ ফুটবলারকে ডেকেছেন বাংলাদেশের প্রধান কোচ।
আন্তর্জাতিক বিরতিতে ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার কিংস অ্যারেনায় প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন কাবরেরা। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এতে থাকবেন না অধিনায়ক জামাল ভূঁইয়া।
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে এই মুহূর্তে ভুটান আছে বসুন্ধরা কিংস। আগামী ৩ নভেম্বর তারা দেশে ফিরলে সদস্য বাড়বে ক্যাম্পে।
এই মুহূর্তে কোনো ক্লাবে না থাকা জামালকে ক্যাম্পে ডাকেননি কাবরেরা। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে কিছু দিন অনুশীলন করা ডিফেন্সিভ মিডফিল্ডার নিজে থেকেই খেলতে চাননি এই দুই ম্যাচে। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে আপাতত ডেনমার্কে আছেন তিনি।
ক্যাম্পে ডাক পেলেন যারা: মিতুল মারমা, সুজন হোসেন, মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, দিদারুল আলম, শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম।