স্প্যানিশ ফুটবল
হ্যামস্ট্রিংয়ের চোটে ‘দুই থেকে তিন সপ্তাহ’ মাঠের বাইরে থাকতে হবে তরুণ স্প্যানিশ ডিফেন্ডারকে।
Published : 13 Apr 2025, 07:13 PM
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন স্প্যানিশ দলটির তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। রেয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
লা লিগায় শনিবার লেগানেসের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান বাল্দে। প্রথমার্ধে নিজেদের বক্সের বাইরে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ট্যাকল করার সময় আঘাত পেয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ লেফট-ব্যাক।
কাতালান দলটি রোববার এক বিবৃতিতে ২১ বছর বয়সী এই ফুটবলারের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কথা জানায়। তার সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে তার খেলা খুবই কঠিন।
গত বছর তিনি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন এবং অস্ত্রোপচার করাতে হয়েছিল।
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে এবং লা লিগায় সেল্তা ভিগো ও মায়োর্কার বিপক্ষে নিশ্চিতভাবেই তিনি খেলতে পারবেন না। কোপা দেল রের ফাইনালে তার খেলার সম্ভাবনা কতটা, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে কোনো অবস্থাতেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য সেমি-ফাইনালে ফিরতে পারেন তিনি। শেষ আটের প্রথম লেগে ৪-০ গোলে জিতে শেষ চারে এক পা দিয়ে রেখেছে হান্সি ফ্লিকের দল।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪২ ম্যাচ খেলেছেন বাল্দে। এর মধ্যে ৩৭টিতে তিনি ছিলেন শুরুর একাদশে।