মূল ম্যাচে দুর্দান্ত একটি গোল করলেও টাইব্রেকারে ব্যর্থ হন লামিনে ইয়ামাল।
Published : 24 Mar 2025, 07:50 PM
নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ে চমৎকার এক গোল করে স্পেনকে তৃতীয় দফায় লিড এনে দেন লামিনে ইয়ামাল। তবে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন বার্সেলোনার এই উইঙ্গার। ওই কিকের পর তাকে কী বলেছিলেন, জানালেন তার সতীর্থ পেদ্রি।
উয়েফা নেশন্স লিগের শেষ আটের ম্যাচে রোববার ৯০ মিনিটে দুইবার এগিয়ে যায় স্পেন। দুবারই সমতা ফেরায় নেদারল্যান্ডস। অতিরিক্ত সময়ে বক্সের ভেতর থেকে নজরকাড়া গোল করেন ইয়ামাল। কিন্তু এবারও ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ফিরতি লেগে ৩-৩ ও দুই লেগ মিলিয়ে ৫-৫ ড্রয়ের পর টাইব্রেকারে প্রথম তিনটি শটে জালের দেখা পায় দুই দলই।
নোয়া ল্যাংয়ের নেওয়া নেদারল্যান্ডসের চতুর্থ শট লাগে ক্রসবারে। স্পেনকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল তখন ইয়ামালের সামনে। কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরে ডোনিয়েল মালেনের শট স্পেনের গোলরক্ষক উনাই সিমোন ঠেকানোর পর, পেদ্রি জালে বল পাঠালে ৫-৪ ব্যবধানের জয়ে শেষ চারে ওঠে ইউরো চ্যাম্পিয়নরা।
পেনাল্টি মিসের পর ইয়ামালকে কী বলেছিলেন, ম্যাচের পর সাংবাদিকদের এমন প্রশ্নে মজা করে উত্তর দেন পেদ্রি।
“আমি লামিনেকে বলেছিলাম, কী এক বাজে পেনাল্টি সে নিল। যাই হোক, আমি মনে করি সে এমন একজন খেলোয়াড় যে এখান থেকে শিক্ষা নেবে, আমরা তার ওপর চাপ সৃষ্টি করতে পারি না।
“সে এমন একজন খেলোয়াড় যার যত্ন নিতে হবে, তার পাশে থাকতে হবে এবং সর্বোপরি মাঠে তার নিজেকে উপভোগ করতে হবে।”