যুক্তরাষ্ট্রের ফুটবল
Published : 27 Nov 2024, 10:28 PM
ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেসের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। উরুগুয়ের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন এক বছরের চুক্তি করেছে মেজর সকার লিগের ক্লাবটি।
ক্লাবের ওয়েবসাইটে বুধবার দেওয়া বিবৃতিতে ২০২৫ সাল পর্যন্ত সুয়ারেসের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় মায়ামি। ফলে, আগামী মৌসুমের পুরোটাই এই দলের হয়ে খেলবেন সাবেক বার্সেলোনা তারকা।
আগামী ২৪ জানুয়ারি ৩৮ বছর পূর্ণ হবে সুয়ারেসের। বয়সের ভারে গতি কমলেও, তার গোলের ক্ষুধা কমেনি। এর প্রমাণ মিলেছে চলতি মৌসুমেও।
বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে মিলে এখানেও ধারাল আক্রমণভাগ গড়ে তোলেন সুয়ারেস। এবারের মেজর সকার লিগে মায়ামির প্রথমবারের মতো সাপোর্টার’স শিল্ড জয়ে ও এক আসরে রেকর্ড পয়েন্ট অর্জনের পথে ২১টি গোল ও ১০টি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে দারুণ খুশি সুয়ারেস। দলকে আরও সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য পাওয়া এই স্ট্রাইকার।
“আমি খুব খুশি। এখানে আরও এক বছর খেলার সুযোগ পেয়ে এবং এখানকার সমর্থকদের সঙ্গে সামনেও উপভোগ করার সম্ভাবনায় আমি ভীষণ রোমাঞ্চিত। ক্লাবের সমর্থকরা আমাদের পরিবারের মতো। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ গভীর এবং আশা করি, আগামী বছর তাদেরকে আমরা আরও আনন্দ দিতে পারব।”
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে কদিন আগে সরে দাঁড়ানো কোচ জেরার্দো তাতা মার্তিনোর স্থলাভিষিক্ত হয়েছেন হাভিয়ের মাসচেরানো। বার্সেলোনায় দীর্ঘদিন তার সঙ্গে মাঠ মাতিয়েছেন সুয়ারেস।
সাপোর্টার শিল্ড জিতলেও এমএলএস কাপের প্লে অফ একেবারেই ভালো কাটেনি মায়ামির। এর প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে তারা অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে। তাই আগামী ফেব্রুয়ারির আগে ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ব্যস্ততা নেই মেসি-সুয়ারেসদের।