ইংলিশ ফুটবল
তাকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া নিয়ে কেন প্রশ্ন তুলেছেন রোনালদো, বুঝতে পারছেন না রদ্রি।
Published : 02 Jan 2025, 07:57 PM
২০২৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর মন্তব্যে অবাক হয়েছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বলছেন, তাকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া নিয়ে পর্তুগিজ তারকার প্রশ্ন তোলার কারণ বুঝতে পারছেন না তিনি।
পাঁচবারের ব্যালন দ’র জয়ী রোনালদো কদিন আগে বলেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতায় ২০২৪ সালে এই পুরস্কার পাওয়া উচিত ছিল ভিনিসিউস জুনিয়রের। রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে পুরস্কারটি না দেওয়াটা অন্যায্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রোনালদোর মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে রদ্রি বলেন, তার ব্যালন দ’র জয় নিয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের প্রশ্ন তোলা ঠিক হয়নি।
“সত্যি বলতে আমি অবাক হয়েছি, কারণ এই পুরস্কারটি কীভাবে দেওয়া হয়, বিজয়ী কীভাবে বেছে নেওয়া হয়, তা সবার চেয়ে তিনি (রোনালদো) ভালো জানেন। এবার যে সাংবাদিকরা ভোট দিয়েছেন, তারা মনে করেছেন যে, আমার জেতা উচিত। হয়তো একই সাংবাদিকরা একসময় তাকে (রোনালদো) জয়ী হওয়ার জন্য ভোট দিয়েছিলেন এবং আমি মনে করি, তখন তিনি মেনে নিয়েছিলেন।”
ভিনিসিউস পাচ্ছেন না জেনে গত অক্টোবরে ব্যালন দ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে তার ক্লাব রেয়াল।
গত মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ভিনিসিউস। ইউরোপের সফলতম দলটির লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে তিনি রাখেন বড় অবদান।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেছনে ফেলে ব্যালন দ’র জেতা রদ্রি গত মৌসুমে ম্যানচেস্টার সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে স্পেনের হয়ে জেতেন ইউরো। চোটের কারণে ফাইনালের দ্বিতীয়ার্ধে না খেলেও জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।