ইংলিশ ফুটবল
অবশ্য ১০ জনের মধ্যে ৯ জনই তার উল্টো ভাবে বলেও মনে করেন লিভারপুল কোচ।
Published : 06 Jan 2025, 05:05 PM
লিভারপুলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। তার প্রতি রেয়াল মাদ্রিদের আগ্রহের খবরও দিনে দিনে জোরাল হচ্ছে। এসব গুঞ্জন কি তার ওপর প্রভাব ফেলছে? ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ ডিফেন্ডারের দ্যুতিহীন পারফরম্যান্সের পর এসব ভাবনা ভিত পেতে শুরু করেছে। তবে লিভারপুল কোচ আর্না স্লট সেটা কোনোভাবেই মানতে চান না।
অনেকদিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেডের বিপক্ষে বেশ একটা ধাক্কা খেয়েছে উড়তে থাকা লিভারপুল। ঘরের মাঠে রোববারের লিগ ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে লিসান্দ্রো মার্তিনেসের গোলে পিছিয়ে পড়ে তারা। অবশ্য অল্প সময়ের মধ্যে কোডি হাকপো ও মোহামেদ সালাহর গোলে জয়ের সম্ভাবনা জাগায় দলটি; কিন্তু আমাদ দিয়ালোর গোলে তাদের সেই আশা ভেস্তে যায়।
পুরো ম্যাচে রাইট-ব্যাক অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পারফরম্যান্স ছিল বড্ড সাদামাটা। ইউনাইটেডের দুটি গোলই হয় তার দিক দিয়ে। এসব বিবেচনায় তার পারফরম্যান্স নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
এদিকে, ২৬ বছর বয়সী এই ফুটবলার এবং সালাহ ও আরেক ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকেরও লিভারপুলে সময় ফুরিয়ে আসছে। চলতি মৌসুম শেষে তিনজনেরই চুক্তির মেয়াদ শেষ হবে। কাউকেই এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি অ্যানফিল্ডের ক্লাবটি।
এর মধ্যে গত কিছুদিনে খবর আসতে থাকে যে, অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে দলে টানতে প্রস্তাব দিয়েছে রেয়াল। ইএসপিএনের খবর, লিভারপুল সেটা ফিরিয়েও দিয়েছে। এসব নানামুখী গুঞ্জনের মাঝে তার এমন সাদামাটা পারফরম্যান্স তাই নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে।
তবে ম্যাচের পর কোচ স্লট মানতেই চাইলেন না যে, চারপাশের গুঞ্জন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
“আমি এইসবে বিশ্বাস করি না। আমার মনে হয়, ১০ জনের মধ্যে ৯ জনই বলবে এটা (এইসব গুঞ্জন) তাকে প্রভাবিত করেছে, কিন্তু আমি ১০ জনের মধ্যে ওই একজন যে বলবে, আমি মনে করি না এটা তার ওপর প্রভাব ফেলেছে।”
স্লটের মতে, প্রতিপক্ষ দলের শক্তিশালী সব খেলোয়াড়ের বিপক্ষে লড়তে হয়েছে এবং সেই কারণেই এই ম্যাচে সুবিধা করতে পারেননি অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
“আমার মতে, তার ওপর যেটা প্রভাব ফেলেছে সেটা হলো তাকে লড়তে হয়েছে ব্রুনো ফের্নান্দেস ও দিয়োগো দালোতের বিপক্ষে, পর্তুগাল দলে যারা শুরুর একাদশে খেলে, দারুণ দুই খেলোয়াড়। আমাদের দলেও একজন চমৎকার খেলোয়াড় আছে, দিয়োগো জটা এবং সে পর্তুগালের হয়ে (শুরুর একাদশে নিয়মিত) খেলেও না। এতেই প্রমাণ হয় যে, ইউনাইটেড দলে কত মানসম্পন্ন খেলোয়াড় আছে।”
“আর এইসব খেলোয়াড় যদি ম্যাচে নিজেদের মানিয়ে নিতে পারে, তাহলে তাদের বিপক্ষে খেলা খুব কঠিন হয়ে পড়ে।”
এই ম্যাচে প্রত্যাশিত ফল না পেলেও অবশ্য লিগ টেবিলের শীর্ষস্থান মজবুতই আছে লিভারপুলের। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট তাদের। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ২০ ম্যাচ খেলা আর্সেনাল।