লিগ কাপ থেকে শুরুতেই বিদায়, মানতে পারছেন না আর্তেতা

আর্সেনাল কোচ মনে করেন, ম্যাচের ফলাফলে তাদের পারফরম্যান্স প্রতিফলিত হয়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2022, 02:02 PM
Updated : 10 Nov 2022, 02:02 PM

প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে আর্সেনাল। কিন্তু লিগ কাপে তাদের পথচলা থেমে গেল তৃতীয় রাউন্ডে! এভাবে বাদ পড়াটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না মিকেল আর্তেতা। ভালো খেললেও গোলমুখে ফরোয়ার্ডদের ব্যর্থতা দলকে ডুবিয়েছে বলে মনে করেন আর্সেনাল কোচ।

এমিরেটস স্টেডিয়ামে গত বুধবারের ম্যাচে ৩-১ গোলে হারে আর্সেনাল। এ মাঠে নিজেদের সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতল ব্রাইটন।

লিগ কাপে নিজেদের সবশেষ ২০ বারের অংশগ্রহণে এ নিয়ে দ্বিতীয়বার ঘটল আর্সেনালের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার ঘটনা। কিচুতেই এই হার মানতে পারছেন না আর্তেতা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ম্যাচের ফলাফলে প্রতিফলিত হয়নি তাদের পারফরম্যান্স।

“আমি যা মনে করি তা হলো, মাঠে যা হয়েছে, তা ফলাফলে প্রতিফলিত হয়নি। আমার মনে হয়, বিষয়টি পরিষ্কার।”

“কিছু সময় আমরা স্পষ্টভাবে ম্যাচে প্রাধান্য বিস্তার করেছিলাম, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।”

কাতার বিশ্বকাপের বিরতির আগে আগামী রোববার নিজেদের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে খেলবে আর্সেনাল। লিগে ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।