দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে কোনোমতে হার এড়িয়েছে আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল।
Published : 05 Apr 2024, 06:00 PM
প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ছিল ফর্টিসের বিপক্ষে আরেকটি হারের প্রবল চোখ রাঙানি। শেষ দিকে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে তা এড়িয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল আবাহনী।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ভ্যালেরি রিশিন ফর্টিস এফসিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে আবাহনীকে সমতায় ফেরান কর্নেলিয়াস।
১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল আবাহনী। ১৩ পয়েন্ট ফর্টিসের। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারানো বসুন্ধরা কিংস ২৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
জামাল ভুঁইয়াকে ছাড়া খেলতে নামা আবাহনী প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও বিরতির আগে খুলতে পারেনি ম্যাচের ডেডলক। ২২ মিনিটে কর্নেলিয়াস বক্সে ঢুকে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি। বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। দুই মিনিট পর এই ফরোয়ার্ডের আরেকটি শটের পরিণতিও একই।
ফর্টিস প্রথম ভালো সুযোগটি পায় ৩২তম মিনিটে। তবে কর্নারে গাম্বিয়ান ওমর বাদোর হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। বিরতির আগে কর্নেলিয়াস বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষক শান্ত কুমার রায় বরাবর মেরে নষ্ট করে আরেকটি সুযোগ।
লিগের প্রথম লেগের দেখায় ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরির একমাত্র গোলে আবাহনীকে হারিয়েছিল ফর্টিস। ৬১তম মিনিটে ফর্টিস এগিয়ে যায় ভ্যালেরির লক্ষ্যভেদেই। অবশ্য এ গোলের আবাহনীর রক্ষণের দায় আছে।
নিজেদের অর্ধ থেকে লম্বা ক্রস বাড়ান ফরহাদ মনা। আবাহনী ডিফেন্ডার রহমত মিয়া ও গোলরক্ষক শহীদুল আলম সোহেল তা ক্লিয়ার করতে ছুটে আসেন দুই দিক থেকে। বিপত্তিও বাঁধে এখানেই। রহমতের হেডে বল শহীদুলের হাতে লেগে চলে যায় ভ্যালেরির পায়ে। শেষ পর্যন্ত গোলরক্ষক পিছু নিলেও পারেননি ভ্যালেরির শট আটকাতে।
এরপর থেকে সমতায় ফিরতে চেষ্টা করতে থাকে আবাহনী। কিন্তু ফর্টিস গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না কেউই। অবশেষ দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ত্রাতা হয়ে আসেন কর্নেলিয়াস। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে জাল খুঁজে নেন তিনি।
দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ৪৪তম মিনিটে মোস্তফা কারাবা দলকে এগিয়ে নেওয়ার পর ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্নেস্ট বোয়াটেং।