প্রিমিয়ার লিগে আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেড ম্যাচে রেফারিং নিয়ে আলোচনা থামছেই না। রেফারিদের মান নিয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার আক্রমণাত্বক মন্তব্যের পর তাতে সমর্থন জানায় লন্ডনের ক্লাবটি। বিষয়টি মানতেই পারছেন না গ্যারি নেভিল। সাবেক ইংলিশ ডিফেন্ডারের মতে, এক্ষেত্রে ক্লাবটির পক্ষ থেকে যে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে সেটা ভয়ঙ্কর ব্যাপার।
লিগে গত শনিবারের ম্যাচে নিউক্যাসলের কাছে হেরে ১-০ গোলে হারের পর রেফারি ও ভিএআরকে রীতিমতো ধুয়ে দেন আর্তেতা। কাঠগড়ায় তোলেন ইংল্যান্ডের শীর্ষ লিগ এবং রেফারিংয়ের মানকে। এরপর তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতি দেয় আর্সেনাল। পাশাপাশি ইংল্যান্ডের শীর্ষ লিগে রেফারিংয়ের মান বাড়ানোরও আহ্বান জানায় গতবারের লিগ রানার্সআপরা।
ওই ম্যাচের ৬৩তম মিনিটে নিউক্যাসলের অ্যান্টোনি গর্ডনের করা গোল নিয়েই বিতর্কের শুরু। আর্সেনালের প্রতিবাদের মুখে ভিএআরে চার মিনিটেরও বেশি সময় ধরে গোলের আগে হওয়া তিনটি ঘটনা যাচাই করে শেষ পর্যন্ত গোলের বাঁশি বাজান রেফারি। আর্তেতা ও আর্সেনালের আপত্তি গোলটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েই।
তবে এই ঘটনায় আর্সেনাল যে অবস্থান নিয়েছে, সেটা ভালো লাগেনি নেভিলের। এর আগে রেফারিদের দিকে আঙ্গুল তুলেছিল লিভারপুলও। স্কাই স্পোর্টসের ‘মানডে নাইট ফুটবল’ অনুষ্ঠানে দুই ক্লাবের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ৪৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার।
“আমার মতে, আর্সেনালের বিবৃতিটা সত্যিই ভালো কিছু নয়। কয়েক সপ্তাহ আগে স্পার্সের (টটেনহ্যাম হটস্পার) বিপক্ষে ম্যাচের পর লিভারপুল পিজিএমওএলকে (ইংল্যান্ডের রেফারিং বডি) আক্রমণ করেছিল এবং আমরা জানি সেটা ভুল ছিল। আমার কাছে বিষয়টাই বিপজ্জনক। আর্সেনালের বক্তব্যও বেশ বিপজ্জনক।”
আর্সেনাল ও নিউক্যাসল ম্যাচের ওই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পিজিএমওএল। তবে নেভিল মনে করেন, প্রিমিয়ার লিগকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে এবং তাদের রেফারিদের রক্ষা করতে হবে।”