১৮ বছর বয়সী রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে কিছু সুখবরও দিয়েছেন ব্রাজিল কোচ।
Published : 25 Mar 2025, 09:08 AM
আট মাস আগে যে প্রত্যাশা আর স্বপ্ন নিয়ে রেয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এন্দ্রিক, বলতে গেলে সেসবের কিছুই এখনও আলোর মুখ দেখেনি। তারকাসমৃদ্ধ দলটিতে যে নিয়মিত খেলার সুযোগই পান না তিনি। যৌক্তিক কারণেই তাই দুর্ভাবনা পেয়ে বসতে শুরু করেছে তার মনে- আগামী বছর অনুষ্ঠের বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন তো!
ক্লাবের হয়ে যথেষ্ট খেলার সুযোগ না পাওয়ার প্রভাব পড়েছে তার জাতীয় দলেও। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে এ মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রথমে দলে ডাক পাননি এন্দ্রিক। পরে নেইমার ছিটকে গেলে তার জায়গায় ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে বেছে নেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
বর্তমানে তাই জাতীয় দলের সঙ্গেই আছেন এন্দ্রিক। যদিও কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ে পুরোটা সময় বেঞ্চেই কাটে তার। এতে দুর্ভাবনা যেন তার আরও বেড়েছে। ‘রোমারিও টিভিতে’ রোববার গ্রেট রোমারিওর সঙ্গে এক আলাপচারিতায় সেই কথা বলেছেনও তিনি।
“সত্যি বলতে, আমার মাথায় এখন অনেকটা সময় জুড়ে একটা বিষয় ঘুরছে যে, হয়তো আগামী বিশ্বকাপের দলে আমি থাকব না।”
“আপনিও (রোমারিও) এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন একটা সময়। আমার বাবা আমাকে বলেছিল যে, (১৯৯৮) বিশ্বকাপের দলে আপনি ডাক পাওয়ার আশায় ছিলেন, কিন্তু পাননি। আমারও এই ভয় আছে। কারণ এটা আমার স্বপ্ন। এটা বলাটাও আমার জন্য কষ্টের, কারণ আমি বিশ্বকাপের দলে থাকতে চাই এবং ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতাতে সাহায্য করতে চাই।”
অবশ্য রেয়াল মাদ্রিদের মতো এত বড় দলে এই বয়সেই নিয়মিত সুযোগ পাওয়া যে অনেক কষ্টের, তা বুঝতে পারছেন এন্দ্রিক।
“অবশ্যই এটা কঠিন, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে, সব বড় মাপের খেলোয়াড়দের মাঝে থেকে সবসময় খেলার সুযোগ পাওয়া যায় না। তবে যখনই আমি খেলার সুযোগ পাই, আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমি জাতীয় দলে থাকার যোগ্য। আশা করি, আগামী বছর আমি জাতীয় দলে থাকতে পারব এবং ইশ্বর সহায় হলে আমরা বিশ্বকাপ জিতব।”
২০২৩ সালের নভেম্বরে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর থেকে এ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ১৩ ম্যাচে তিনটি গোল করেছেন এন্দ্রিক।
আর পালমেইরাস ছেড়ে ইউরোপে পাড়ি দিয়ে মাদ্রিদের ক্লাবটির হয়ে ২৮ ম্যাচে খেলে ৬টি গোল করেছেন এন্দ্রিক। তবে ম্যাচ সংখ্যা বেশ বড় হলেও এর বেশিরভাগেই তিনি মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য। সব মিলিয়ে রেয়ালের জার্সিতে মাত্র ৪৯৪ মিনিট খেলার সুযোগ হয়েছে তার।
১৮ বছর বয়সী ফরোয়ার্ড কেমন উন্নতি করছেন, জানতে রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন ব্রাজিল কোচ দরিভাল। বাংলাদেশ সময় আগামী বুধবার বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। সোমবার সংবাদ সম্মেলনে ওই বিষয়ে নিজেই জানান দরিভাল।
“এন্দ্রিকের উন্নতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইউরোপে সবশেষ সফরে আমি আনচেলত্তির সঙ্গে আড়াই ঘণ্টা আলাপ করেছিলাম। আমরা অনেক বিষয়ে কথা বলেছিলাম, কিন্তু মূলত আমাদের আলোচনায় ছিল এন্দ্রিক কেমন করছে।”
“বছরখানেক আগে আমরা যেমনটা জানতাম, সেই তুলনায় সে অনেক উন্নতি করেছে। পালমেইরাসে তার (বেড়ে ওঠায়) দারুণ কাজ হয়েছে এবং এন্দ্রিক এখন অনেক পরিণত। এবং এটাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি, ইউরোপে একটা বছরে এটা হয়েছে। সে যদি এখানে থাকত, তাহলে সে একটু অন্যভাবে বেড়ে উঠত।”
এন্দ্রিকের জন্য সুখবর দেন দরিভাল। তবে আসছে ম্যাচে এন্দ্রিক সুযোগ পাবেন কি না, সেটা বলেননি কোচ।
“সব অনুশীলন সেশনেই এন্দ্রিক মনোযোগ কাড়ছে। এখন (জাতীয় দলের হয়ে তার ম্যাচ খেলা) কেবলই সময়ের ব্যাপার।”
২০০৯ সাল থেকে আর্জেন্টিনার মাটিতে জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। লিওনেল মেসি ছাড়াও চোটের ছোবলে আরও অনেককে হারানো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এবার ব্রাজিল সেই খরা কাটাতে পারবে কি-না, সেটাই এখন দেখার বিষয়।