বুন্ডেসলিগা
দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল রেকর্ড চ্যাম্পিয়নরা।
Published : 20 Apr 2025, 12:17 AM
হতাশায় মোড়া গত মৌসুমে যে হেইডেনহাইমের বিপক্ষে ভরাডুবি হয়েছিল, এবার তাদের বিপক্ষে বড় জয়ের আনন্দে ভাসল বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে তারা পৌঁছে গেল লিগ শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে।
বুন্ডেসলিগায় শনিবার অবনমন অঞ্চলের দলটির মাঠে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। চার রাউন্ড বাকি থাকতে এখন তারা ভালোমতোই শিরোপার সুবাস পাচ্ছে।
গত বছর এপ্রিলে হেইডেনহাইমের মাঠে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরেছিল বায়ার্ন। সেই আঙিনায় এবার প্রথমার্ধে তিন গোলের লিড নেয় তারা।
দ্বাদশ মিনিটে গোল উৎসবের শুরু করেন হ্যারি কেইন। সাত মিনিট পর কনরাড লাইমার ও ৩৬তম মিনিটে কিংসলে কোমানের গোলে জয়ের সম্ভাবনা জোরাল করে বিরতিতে যায় সফরকারীরা।
প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কেইন, তবে কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ইংলিশ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন জসুয়া কিমিখ।
আসরে ২২তম জয়ে রেকর্ড ৩৪তম লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বায়ার্ন। ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিনসেন্ট কোম্পানির দল। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বায়ার লেভারকুজেন, গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।