ইতালিয়ান ফুটবল
ফেব্রুয়ারিতে ইউভেন্তুসের পাঁচ ম্যাচের সবগুলোয় শুরুর একাদশে ছিলেন ভেইগা, তাই তাকে হারানো দলটির জন্য বেশ বড় ধাক্কা।
Published : 21 Feb 2025, 03:13 PM
চেলসি থেকে ধারে ইউভেন্তুসে যোগ দেওয়ার এক মাসের মধ্যে মাঠের বাইরে ছিটকে গেছেন রেনাতো ভেইগা। দলের সবশেষ ম্যাচে পায়ে চোট পেয়েছেন পর্তুগিজ এই ডিফেন্ডার।
গত মাসে ইংলিশ ফুটবল থেকে ইউভেন্তুসে পাড়ি জমান ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারদর্শী ভেইগা। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে গত বুধবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে চোট পান ২১ বছর বয়সী এই ফুটবলার।
পরদিন তার ডান পায়ে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউভেন্তুস। তাদের বিবৃতিতে অবশ্য ভেইগার ফেরার সম্ভাব্য কোনো সময় জানানো হয়নি।
ইতালিতে পাড়ি জমানোর পর চলতি মাসে ইউভেন্তুসের পাঁচ ম্যাচের সবগুলোয় শুরুর একাদশে ছিলেন ভেইগা। তাকে হয়তো দুই থেকে তিন সপ্তাহ পাবে না সেরি আর সফলতম ক্লাবটি।
২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সেরি আর টেবিলে এখন চতুর্থ স্থানে আছে ইউভেন্তুস। পরের ম্যাচে আগামী শনিবার কাইয়ারির মাঠে খেলবে তারা।