ইউরোপা লিগ
Published : 31 Jan 2025, 04:09 PM
মাঠের পারফরম্যান্সে দীর্ঘদিন ধরে সেরা চেহারায় নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন হুবেন আমুরি। ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলতে চান ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নতুন কোচ।
৩৬ দলের ইউরোপা লিগের প্রাথমিক পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। নিজেদের শেষ ম্যাচে স্টেউয়া বুকুরেস্টিকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সরাসরি খেলার টিকেট নিশ্চিত করেছে ইউনাইটেড। ৮ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছে তারা।
এরিক টেন হাগকে ছাঁটাই করে আমুরিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ইউনাইটেড। পর্তুগিজ এই কোচের সময়েও নিজেদের মেলে ধরতে ব্যর্থ ইউনাইটেড। কোনো কিছুতেই যেন ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না তারা।
ইউনাইটেডের কোচ হয়ে আসার পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১০ ম্যাচের পাঁচটি হেরেছেন আমুরি। ১৯৩২ সালে ওয়াল্টার ক্রিকমারের পর এমন অভিজ্ঞতা হওয়া ইউনাইটেডের প্রথম কোচ তিনি।
তবে সম্প্রতি টানা তিনটি ম্যাচ জিতেছে ইউনাইটেড। আভাস দিচ্ছে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসার। তাই দল নিয়ে আশার আলো দেখছেন আমুরিও।
বুকুরেস্টিকে হারানোর পর আমুরি বলেন, পরিস্থিতি যা-ই হোক, ইউনাইটেডের মতো ঐতিহ্যবাহী দলকে সব সময় শিরোপার জয়ের জন্য লড়তে হবে।
“আমার মনে হয়, আমরা ম্যাচ ধরে এগোতে পারি, এবং শিরোপা (ইউরোপা লিগ) জিততে পারি। আমাদের দায়িত্বও আছে, পরিস্থিতি যাই হোক না কেন, ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলে কে অবশ্যই ট্রফি জয়ের জন্য লড়াই করতে হবে।”
“যখন কোনো প্রতিযোগিতার এই পর্যায়ে পৌঁছাবেন, তখন যেকোনো কিছুই সম্ভব। তারা (ইউনাইটেড) প্রমাণ করতে পারে, তারা যে কারো বিপক্ষে জিততে পারে।”
দলের মধ্যে বোঝাপড়া আরও ভালো হওয়ার জন্য সময়ের প্রয়োজন দেখছেন আমুরি।
“অনুশীলনের জন্য সময় পাওয়া, প্রত্যেকের মধ্যে সংযোগ তৈরি করা, স্টাফ, অনুশীলনে থাকা প্রত্যেকের মধ্যে সম্পর্ক তৈরি করা, মাঠে যাওয়া, সঠিক পরিবেশে একে অপরকে জানা; এসব কিছু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”