লিভারের সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন এই নারী ফুটবলার।
Published : 08 Jul 2024, 05:17 PM
বয়সভিত্তিক দলে বাংলাদেশের হয়ে খেলা ফুটবলার মিথিলা আক্তার ২৩ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে। লিভারের সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক বিবৃতিতে জানায়, গত রোববার মারা গেছেন মিথিলা। বয়সভিত্তিক ১৪ ও ১৬ দলের সাবেক খেলোয়াড় ছিলেন তিনি।
গত মার্চ মাসে প্রসব জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা। এবার অকালে ঝরে যাওয়া আরেক ফুটবলারের তালিকায় নাম উঠল মিথিলার।
মিথিলার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।