চ্যাম্পিয়ন্স লিগ
ঘরের মাঠে দিনামো জাগরেবকে সহজেই হারিয়েছে মিকেল আর্তেতার দল।
Published : 23 Jan 2025, 04:18 AM
দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ঝাপটায় দিনামো জাগরেবকে যেন উড়িয়ে দিতে চাইল আর্সেনাল। তৈরি করল অসংখ্য সুযোগ। ফরোয়ার্ডদের ব্যর্থতায় বেশিরভাগ নষ্ট হলেও, জয় নিয়ে খুব একটা ভাবতে হলো না মিকেল আর্তেতার দলের। অনায়াস জয়েই চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে তিনে উঠে এলো তারা।
ঘরের মাঠে বুধবার রাতে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল।
ডেকলান রাইস শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। যোগ করা সময়ে জালের দেখা পান অধিনায়ক মার্টিন ওডেগোর।
দ্বিতীয় মিনিটের গোলে আর্সেনালের শুরুটা হয় স্বপ্নের মতো। গাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার ক্রস পেয়ে হাভার্টজ খুঁজে নেন রাইসকে। বাকিটা অনায়াসে সারেন এই ইংলিশ মিডফিল্ডার।
২০১৪ সালের নভেম্বরের পর এটাই ইউরোপ সেরার মঞ্চে আর্সেনালের দ্রুততম গোল।
এরপর আর্তেতার দল প্রবলভাবে চেপে ধরে দিনামোকে। তৈরি করতে থাকে একের পর এক সুযোগ।
পঞ্চম থেকে নবম- এই পাঁচ মিনিটে প্রতিহত হয় আর্সেনালের তিনটি শট। চতুর্দশ মিনিটে কর্নারের পর হেড লক্ষ্যে রাখতে পারেননি গাব্রিয়েল মাগালিয়াইস।
গোলের জন্য দিনামো প্রথম শট নেয় ২১তম মিনিটে। যদিও সেটা লক্ষ্যে রাখতে পারেননি অধিনায়ক আরিয়ান আদেমি। ২৫তম মিনিটে হেড লক্ষ্যে রাখতে পারেননি হাভার্টজ। দুই মিনিট পর ফের কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।
৪২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মার্তিনেল্লির জোরাল শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি দিনামো গোলরক্ষক। দ্বিতীয় মিনিটের পর এটাই ছিল লক্ষ্যে আর্সেনালের প্রথম শট।
দ্বিতীয়ার্ধের শুরুতে দিনামোর রক্ষণে প্রতিহত হয় রাইসের শট। এলোমেলো ফুটবলের পর ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ায় আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লির দারুণ ক্রসে চমৎকার হেডে জাল খুঁজে নেন হাভার্টজ।
১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন রাইস। খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ওডেগোর। লিয়ান্দ্রো ত্রোসারের ক্রসে একটুর জন্য বলের নাগাল পাননি রাইস। বল পেয়ে যান ওদেগোর। বাকিটা অনায়াসে সারেন তিনি।
৭ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হল ১৬। তিনে উঠে আসা দলটি শীর্ষ আটে থাকার পথে এগিয়ে গেল আরও এক ধাপ।
টানা দুই জয়ের পর হারের স্বাদ পাওয়া দিনোমো নেমে গেল ২৬ নম্বরে। সেরা ২৪-এ থাকার পথ অনেক কঠিন হয়ে গেল তাদের জন্য।
২ গোল হজমের পর ৪ গোল করে সিটিকে হারাল পিএসজি