লা লিগা
Published : 06 Oct 2024, 03:50 AM
লা লিগায় সবশেষ ম্যাচে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ার পর, চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা-ভীষণ হতাশার সপ্তাহটা পেছনে ফেলতে দারুণ কিছুর খুব দরকার ছিল। ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে ফুটবল অবশ্য উপহার দিতে পারেনি রেয়াল মাদ্রিদ। তবে ফেদে ভালভের্দে ও ভিনিসিউস জুনিয়রের অসাধারণ দুই গোলে জয়ের হাসি ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ঘরোয়া লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রেয়াল। ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ভিনিসিউস।
গত সপ্তাহে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্র করার পর, চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় রেয়াল।
এবার কাঙ্ক্ষিত জয় মিললেও, ম্যাচের শেষটা সুখকর হয়নি রেয়ালের। যোগ করা সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পান অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল। ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
পুরো ম্যাচে বল দখলে একটু এগিয়ে থাকা রেয়াল গোলের উদ্দেশ্যে ১১টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে এবং দুটিই সফল।
প্রথম গোলের দেখা মেলে চতুর্দশ মিনিট। লুকা মদ্রিচের নিচু ক্রস ধরে অনেক দূর থেকে বুলেট গতির শট নেন উরুগুয়ের মিডফিল্ডার। দুই দলের অনেক খেলোয়াড়ের মাঝ দিয়ে গিয়ে বল ঠিকানা খুঁজে পায়।
ভিনিসিউসও তার দৃষ্টিনন্দন গোলটি করেন দূর থেকে নেওয়া শটে। ৭৩তম মিনিটে তার জোরাল শটে বল ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।
এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বার্সেলোনার পাশে বসেছে রেয়াল। তবে কাতালান ক্লাবটি একটি ম্যাচ কম খেলায় তাদের সামনে সুযোগ আছে ফের তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার। রোববার আলাভেসের মাঠে নামবে হান্সি ফ্লিকের দল।