ইংলিশ ফুটবল
লেস্টার সিটির বিপক্ষে গোলের পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের উদযাপন না করার কারণ জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
Published : 11 Nov 2024, 05:57 PM
বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠিয়ে অল্প একটু দৌড়ে গিয়ে ধীর পায়ে হাঁটতে শুরু করলেন আলেহান্দ্রো গার্নাচো। লেস্টার সিটির বিপক্ষে চমৎকার এই গোলের পরও তিনি উদযাপন করেননি সেভাবে। ম্যাচ শেষে এর কারণ জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ফের্নান্দেসের গোল ও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ফের্নান্দেসের পাস থেকে ওই গোল করেন গার্নাচো।
৩-০ গোলে জয়ের পর বিবিসিকে ফের্নান্দেস বলেন, গার্নাচোর ধারণা, ইউনাইটেডের কিছু সমর্থক তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণেই গোলের পর উদযাপন করেননি তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড।
“গার্নাচো গোল করেছে, কিন্তু তার মতো উদযাপন করেনি, কারণ সে মনে করে, কিছু সমর্থক তার ওপর আস্থা হারিয়েছে। আমি তাকে বলেছি, লোকজন সবসময় হাহাকার করবেই, কিন্তু অনেক মানুষ তোমাকে পছন্দ করে, তাই তুমি যা করো, তা উপভোগ করো।”
“আমি তাকে উদযাপন করতে বলেছি, গোলটি স্পেশাল ছিল। সে স্পেশাল খেলোয়াড়। আমাদের পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড় আছে, তারাই আমাদের ম্যাচ জেতায়। আমরা চাই তারা প্রতিটি ম্যাচে গোল করুক, যদিও তা হবে না।”