ইংলিশ ফুটবল
দীর্ঘমেয়াদে সাফল্য পেতে দলকে ঢেলে সাজানোর পরামর্শ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড গোলস্কোরার।
Published : 16 May 2024, 07:50 PM
ম্যানচেস্টার ইউনাইটেডে আমূল পরিবর্তন দরকার বলে মনে করেন ওয়েইন রুনি। দলটির রেকর্ড গোলস্কোরারের মতে, ব্রুনো ফের্নান্দেস ও তরুণ কয়েকজন খেলোয়াড়কে রেখে বাকিদের বিক্রি করে দেওয়া উচিত ক্লাবের। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে মানসম্পন্ন আরও ফুটবলার দলে আনার প্রয়োজনীয়তা দেখছেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগের সফলতম দল ইউনাইটেড এখন যেন অতীতের কঙ্কাল। ইংল্যান্ডের শীর্ষ লিগে সবশেষ তারা শিরোপার স্বাদ পেয়েছে প্রায় এক যুগ আগে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় মৌসুমে তারা ট্রফি জিততে পেরেছে স্রেফ একটি, ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ।
চলতি মৌসুমে এরিক টেন হাগের দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। লিগ কাপে তাদের পথচলা থামে চতুর্থ রাউন্ডে। প্রিমিয়ার লিগে এক রাউন্ড বাকি থাকতে তারা আছে অষ্টম স্থানে। আগামী মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
মৌসুমে তাদের একমাত্র শিরোপা জয়ের সম্ভাবনা আছে এফএ কাপে। যেখানে ফাইনালে লড়তে হবে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
এই মৌসুমে ঘরের মাঠে শেষ লিগ ম্যাচে বুধবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে স্কাই স্পোর্টসে রুনি বলেন, দীর্ঘমেয়াদে সাফল্য পেতে ওল্ড ট্র্যাফোর্ডে বড় পরিবর্তন দরকার।
“ব্রুনোকে (ফের্নান্দেস) ঘিরে দল গড়ে তুলতে হবে। সে মানসম্পন্ন খেলোয়াড় এবং তার মধ্যে লড়াকু মনোভাব আছে। তারপর আমি মনে করি অন্য সব খেলোয়াড়কে ছেড়ে দিন। তরুণ খেলোয়াড়দের এবং ব্রুনোকে রাখুন। আমি মনে করি একটি বড় পরিবর্তন দরকার। এটি করতে হবে। হয়তো এক বছরের মধ্যে হবে না, তবে পরের কয়েক বছরে তা হতে চলেছে।”
“এই লিগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের আরও ভালো খেলোয়াড় দরকার। আমাকে ভুল বুঝবেন না, এই খেলোয়াড়রা ভালো এবং প্রিমিয়ার লিগের খেলোয়াড়। তবে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাদের আরও ভালো খেলোয়াড় দরকার।”
এই মৌসুমে নিঃসন্দেহে ইউনাইটেডের সেরা পারফর্মার ফের্নান্দেস। লিগে ১০ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা এই পর্তুগিজ মিডফিল্ডার। লিগে তার ৮ অ্যাসিস্টও দলের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।