কার্নিভাল উদযাপনের পর চোটের কারণে সান্তোসের হয়ে না খেলায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
Published : 11 Mar 2025, 10:14 PM
চোটের কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি নেইমার। ম্যাচের কয়েক দিন আগে অবশ্য কার্নিভাল উদযাপন করতে দেখা যায় তাকে। এ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় সোমবার সকালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় সান্তোস। পুরো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন নেইমার। এই তারকা পরদিন জানান, হালকা চোট সমস্যা ছিল তার, তবে চোট নিয়ে বিস্তারিত কিছু বলেননি।
কয়েকদিন আগে রিও দে জেনেইরোর সাম্বাদ্রোমে জমকালো কার্নিভাল প্যারেডে দেখা যায় তাকে। ২ মার্চ সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপের আরেকটি ম্যাচের দ্বিতীয়ার্ধে বাম ঊরুর সমস্যায় বদলি হিসেবে মাঠ ছাড়ার কয়েক ঘন্টা পরই ওই কার্নিভাল প্যারেডে অংশ নেন তিনি।
বার্সেলোনা, পিএসজি, আল হিলাল ঘুরে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী এই ফুটবলার হাঁটুর মারাত্মক চোটে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর সম্প্রতি মাঠে ফেরেন। সেমি-ফাইনালের আগে তার চোট নিয়ে কিছু জানায়নি সান্তোস।
নিজের চোট নিয়ে নেইমার ইনস্টাগ্রামে লেখেন, “আমি যে কোনো মূল্যে মাঠে থাকতে এবং দলকে সহায়তা করতে চেয়েছিলাম। কিন্তু গত বৃহস্পতিবার আমি অস্বস্তি বোধ করি, যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছিল। আজ সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।”
ম্যাচের পর সান্তোসের কোচ পেদ্রো কাইশিনিয়ার বলেন, চোটে পড়লেও নেইমারকে বেঞ্চে থাকতে বলেছিলেন তিনি।
“সে ভিন্ন ধাঁচের খেলোয়াড়। তার দারুণ প্রাণশক্তি আছে। খেলতে না পারায় নেইমার অনেক কষ্ট পেয়েছে।”
তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নেইমার তার ক্যারিয়ারের দিকে মনোযোগ দিচ্ছেন না। ব্রাজিলিয়ান ফুটবল বিশেষজ্ঞ ও সাবেক ফুটবলার ওয়াল্তার কাসাগ্রান্দে জুনিয়র সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সেমি-ফাইনালের বদলে সে কার্নিভালকে বেছে নিয়েছে। নেইমারের গত পাঁচ-ছয় বছরের আচরণ আবার ফিরেছে। মজা ও আনন্দের জন্য সে নিজের পেশাদারির দিকও বদলে ফেলে।”
সান্তোসের সভাপতি মার্সেলো তেইসেইরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত নেইমারের বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় এবং সব পরীক্ষাতেই দেখা যায় যে, তিনি করিন্থিনিয়ান্সের বিপক্ষে খেলার মতো অবস্থায় ছিলেন না।
নিজেদের তারকা খেলোয়াড়ের তীব্র সমালোচনার মধ্যে পরে একটি ভিডিও প্রকাশ করে সান্তোস। যেখানে সেমি-ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে বার্তা দেন অশ্রুসিক্ত নেইমার।
“এই ধরনের মুহূর্ত খুবই কঠিন। আমি সবদিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যদি পারো, আমার জন্য দৌড়াও। আমি যদি তোমাদের সঙ্গে থাকতে পারতাম, তোমাদের প্রত্যেকের জন্য দৌড়াতাম। তোমরা জানো, আমি কতটা উন্মুখ হয়ে আছি।”
সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত দলটির হয়ে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার। এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
নতুন চোটে এই দুই ম্যাচে তার খেলা নিয়ে অবশ্য কিছুটা শঙ্কা জেগেছে। বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে।
সান্তোসের হয়ে নেইমারের পরের ম্যাচ হতে পারে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২৯ মার্চ, ব্রাজিলিয়ান লিগে ভাস্কো দা গামার বিপক্ষে।