চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে নিজেদের জয়ের সম্ভাবনা বেশি ভাবার কোনো সুযোগ দেখছেন না আতালান্তার কোচ জান পিয়েরো গাসপেরিনি।
Published : 10 Dec 2024, 04:23 PM
মাঠে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে রেয়াল মাদ্রিদের। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। তাই বলে ইউরোপের সফলতম ক্লাবটিকে দুর্বল ভাবার কোনো সুযোগ দেখেন না জান পিয়েরো গাসপেরিনি। মাদ্রিদের দলটির বিপক্ষে আসছে লড়াইয়ের আগে আতালান্তা কোচ বললেন, শুধু তারা নয়, স্প্যানিশ দলটির বিপক্ষে কোনো দলই নিজেদের ফেভারিট ভাবতে পারবে না।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ঘরের মাঠে রেয়ালের মুখোমুখি হবে আতালান্তা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানের শুরুটা একদমই ভালো হয়নি রেয়ালের। নতুন চেহারার টুর্নামেন্টে যা-তা অবস্থা তাদের। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে স্রেফ দুটিতে জিততে পেরেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
৩৬ দলের আসরে ৬ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে আছে রেয়াল। নতুন সংস্করণের এই লিগে শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো লড়বে দুই লেগের প্লে-অফে। বাস্তবতা বুঝতে পেরে রেয়াল কোচ কার্লো আনচেলত্তি তো সরাসরি নকআউট পর্বে খেলার আশা ছেড়েই দিয়েছেন।
ইতালিয়ান ক্লাব আতালান্তা অবশ্য আছে প্রথম আট দলের মধ্যে। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম। তবে রেয়ালের বিপক্ষে লড়াইয়ে এই ব্যবধানকে তেমন গুরুত্ব দিচ্ছেন না গাসপেরিনি। পয়েন্ট টেবিলের পার্থক্য দেখে লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখার যৌক্তিকতা পান না তিনি।
“কোনো দলই কখনও বলতে পারবে না যে, তারা রেয়াল মাদ্রিদের বিপক্ষে ফেভারিট। আমরা পয়েন্ট টেবিলে এগিয়ে আছি বলেই তাদের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ মনে করা অযৌক্তিক হবে। আমরা বরং আরও সতর্ক থাকব; বিষয়টি কেবলই আনন্দের। আমরা আত্মবিশ্বাসী থাকব এবং আরও ক্ষুধা নিয়ে মাঠে নামব।”
মৌসুমের শুরুতে গত অগাস্টে উয়েফা সুপার কাপে রেয়ালের মুখোমুখি হয়েছিল আতালান্তা। ম্যাচটি ২-০ গোলে হেরে যায় গতবারের ইউরোপা লিগ জয়ীরা।