চ্যাম্পিয়ন্স লিগ
পিএসজির বিপক্ষে অ্যানফিল্ডে ফিরতি লেগে পারফরম্যান্সের মান উঁচুতে নিতে হবে, বলছেন লিভারপুল কোচ।
Published : 06 Mar 2025, 05:01 PM
ম্যাচের ফলের সঙ্গে মাঠের লড়াইয়ের কোনো মিল না থাকার কথা মনে করিয়ে দিয়ে খেলোয়াড়দের উন্নতির তাগিদ দিয়েছেন আর্না স্লট। লিভারপুল কোচ বলেছেন, পিএসজির বিপক্ষে অ্যানফিল্ডে ফিরতি লেগে অবশ্যই পারফরম্যান্সের মান উঁচুতে নিতে হবে তাদের।
পিএসজির মাঠে বুধবার রাতে খেলার ধারার বিপরীতে ১-০ গোলে জিতেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিকদের আক্রমণের জোয়ার কোনোমতে সামাল দিয়েছেন গোলরক্ষক আলিসন বেকার। মূলত তার অসাধারণ সব সেভেই বড় ব্যবধানে হারের পরিবর্তে জয় নিয়ে ফিরতে পেরেছে ইংলিশ ক্লাবটি।
বদলি নামার মাত্র ৪৭ সেকেন্ডের মধ্যে গোল করে লিভারপুলের জয়ে বড় ভূমিকা রেখেছেন হার্ভি ইলিয়ট।
আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠে হবে ফিরতি লেগ। দলটির কোচ স্লট মনে করেন, এ দিন যে ফুটবল খেলেছে তাতে লড়াইয়ে থাকার কথাই ভাববে পিএসজি।
“যদি ফলের দিকে তাকান তাহলে দেখবেন, আমরা ইতিবাচক ফল নিয়ে এসেছি। কিন্তু যদি পারফরম্যান্সের দিকে তাকান তাহলে দেখবেন এই দুইটা ব্যাপার ভিন্ন রকমের হয়েছে। আমি মনে করি, আগামী সপ্তাহে আমরা যে ম্যাচ খেলব তার জন্য পিএসজি এখানে থেকে ইতিবাচক অনেক কিছু নিতে পারে।”
অ্যানফিল্ডে লিভারপুলকে হারানো কোনো দলের জন্যই সহজ নয়। কোচ মনে করেন, পিএসজি তো বটেই, ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষেও গ্যালারিতে সমর্থকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
“ইংল্যান্ডে আমাদের কোনো শীতকালীন বিরতি নেই। তাই আমাদের মাসের পর মাস খেলে যেতে হবে। আর অবশ্যই ভক্তদের দ্বিগুণ সমর্থন এই খোলোয়াড়দের প্রয়োজন হবে, যা কয়েক মাস ধরেই তারা পেয়ে আসছে।”
জয়ের জন্য গোলের সঙ্গে জড়িয়ে থাকা দুই খেলোয়াড় ইলিয়ট ও দারউইন নুনেসেকে কৃতিত্ব দিলেন লিভারপুল কোচ স্লট।
“তার (ইলিয়ট) জন্য অনেক বড় এক মুহূর্ত এটা… সহজে তুলে নিতে পারি না এমন সব খেলোয়াড়ের সঙ্গে প্রতিযোগিতায় আছে সে। খেলার স্বল্প সময়ের মধ্যেই তাকে কাজটা করতে হবে, তবে সে কেবল এগিয়েই যাচ্ছে।”
“তবে এটা কেবল হার্ভির একার নয়, সে গোলে সহায়তা করেছে- দারউইনেরও কৃতিত্ব। দুটি কঠিন ম্যাচ সে পেরিয়ে এসেছে। কিন্তু আজ রাতে প্রয়োজনের সময় সে ছিল। কারণ, সে আসার পর আমরা একটা হুমকি হতে পেরেছিলাম।”