ওয়ার্ল্ড জুনিয়র টেনিস
পুরুষ ও মহিলা এককের ফাইনালে দুজনই পেয়েছেন সহজ জয়।
Published : 01 Mar 2025, 12:05 AM
জাতীয় টেনিসের কোনো বিভাগেই ফাইনাল জমেনি। একপেশে লড়াইয়ে পুরুষ বিভাগে জারিফ আবরার ও মেয়েদের বিভাগে সুমাইয়া আক্তার জয় তুলে নিয়েছেন।
রমনার জাতীয় টেনিস কমপ্লেক্স শুক্রবার পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ ৬-১, ৬-৩ গেমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মাহাদ বিন মালেককে হারান।
মহিলা এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া ৬-০, ৬-৪ গেমে হারান বিকেএসপির সুবর্না খাতুনকে।
পুরুষ দ্বৈতের ফাইনালে অবশ্য জারিফ পাননি সেরা সাফল্যের স্বাদ। সায়েমের সাথে জুটি গড়ে তিনি রুস্তম আলী ও মিলন হোসেন জুটির কাছে হারেন ৭-৬, ৬-৪ গেমে।
মহিলা দ্বৈতে হারের তেতো স্বাদ পেতে হয়েছে সুমাইয়াকেও। বিকেএসপির সুবর্না খাতুন-জান্নাতুন ফেরদৌস জুটির কাছে ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে হেরে যান ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেনের সাথে জুটি গড়ে খেলা সুমাইয়া।
এ প্রতিযোগিতায় মোট ১৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ নেয়।