ম্যানচেস্টার ইউনাইটেডের তার দায়িত্বের চার মাস না যেতেই কি তাকে কোনো আল্টিমেটাম দিয়েছে কর্তূপক্ষ?
Published : 07 Mar 2025, 09:52 PM
আকাশ ছোঁয়ার যে স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন হুবেন আমুরি, চার মাসেই তা গুঁড়িয়ে যাওয়ার শঙ্কায়। তরুণ এই কোচ অবশ্য শুরু থেকেই বলে আসছেন, দলকে পথে ফেরাতে তার সময় প্রয়োজন। কিন্তু ততটা সময় যে পাওয়া যাবে না, সেটা যেন বুঝে ফেলেছেন তিনি।
ক্লাবের পক্ষ থেকে তাকে এমন কিছু বলা হয়েছে কিনা, সেটা অবশ্য জানাননি আমুরি। তবে পরিস্থিতি বোঝাতে তিনি টানলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কথা। বললেন, কয়েক বছর আগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ক্লাবটিকে কক্ষপথে ফেরাতে আর্তেতা যে সময় পেয়েছেন, তেমন সময় নিজে পাওয়ার আশা করেন না।
“আর্তেতা যতটা সময় পেয়েছিল, আমি পাব না।”
ওল্ড ট্র্যাফোর্ডে টানা ব্যর্থতার দায়ে এরিক টেন হাগকে ছাঁটাই করে, প্রধান কোচ হিসেবে গত নভেম্বরে আমুরিকে নিয়োগ দেয় ইউনাইটেড। তার হাত ধরে ইউরোপা লিগে আশানুরূপ পারফরম্যান্স করলেও, প্রিমিয়ার লিগে আগের মতোই ব্যর্থতার গণ্ডিতে বন্দি দল।
লিগে এ পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র ৯টিতে জিতেছে তারা। সঙ্গে ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে চারিদিক থেকে সমালোচনা ধেয়ে আসছে আমুরির দিকে। ক্লাবের অভ্যন্তরীন থেকেও তেমন কোনো বার্তা পেয়েছেন কিনা, সেটা অবশ্য জানা যায়নি। তবে তার এই মন্তব্যে তেমন ইঙ্গিত মেলে।
২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালে উনাই এমেরির উত্তরসূরি হিসেবে দায়িত্ব পান আর্তেতা। সেই থেকে সময় নিয়ে দলটিকে শিরোপার দাবিদার করে তুলেছেন তিনি।
এমিরেটস স্টেডিয়ামে দায়িত্বের প্রথম মৌসুমেই ২০২০ এফএ কাপ জয়ের স্বাদ পান আর্তেতা। এরপর আর কোনো শিরোপা জিততে পারেনি দল এবং তার হাত ধরে আর্সেনালের তিন বছর সময় লাগে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে।
প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে আর্সেনালের মুখোমুখি হবে ইউনাইটেড। ম্যাচটি সামনে রেখেই প্রতিপক্ষ কোচের প্রশংসা করেন আমুরি। বলেন আর্সেনালে দায়িত্বের শুরুর দিকে যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন আর্তেতা, তা থেকে অনুপ্রেরণা নিচ্ছেন আমুরি।
“আমি বুঝতে পারি যে আর্সেনাল ভিন্ন ক্লা্ব (সেখানে আবহ ভিন্ন)… যেভাবে সে ওখানে সব সমস্যা মোকাবেলা করেছে, তা সবার জন্য প্রেরণাদায়ক।”
লিগে গত দুই রাউন্ড আর্সেনালেও ভীষণ হতাশায় কেটেছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের পর নটিংহ্যাম ফরেস্টের মাঠে ড্র করে শিরোপা লড়াই থেকে অনেক পিছিয়ে পড়েছে তারা।
২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্তেতার দল। ১৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুরল।