লিভারপুল ম্যাচে দলকে আত্মতুষ্টিতে ভুগতে মানা আনচেলত্তির

দলকে সতর্ক করতে গত আসরের চেলসি ম্যাচের কথা মনে করিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 11:42 AM
Updated : 12 March 2023, 11:42 AM

প্রথম লেগের বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে ফিরতি লেগে তাই ফেভারিট ধরা হচ্ছে তাদের। কার্লো আনচেলত্তি অবশ্য সেভাবে ভাবছেন না। দলকে সতর্ক করে বললেন, লড়াই এখনও শেষ হয়ে যায়নি।

শেষ ষোলোর প্রথম লেগে অ্যানফিল্ডে লিভারপুলকে ৫-২ গোলে উড়িয়ে দেয় রিয়াল। আগামী বুধবার দ্বিতীয় লেগের লড়াইয়ে তাই অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

তবে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে নিজেদের কঠিন সব অভিজ্ঞতা থেকে সতর্ক আনচেলত্তি। ২০২১-২২ মৌসুমে শেষ আটের প্রথম লেগে চেলসির বিপক্ষে প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল রিয়াল।

এরপর নিজেদের মাঠে দ্বিতীয় লেগে এক পর্যায়ে ৩ গোল হজম করে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে রিয়াল। সেখান থেকে রদ্রিগো ও করিম বেনজেমার গোলে চ্যালেঞ্জে উতরে যায় ইউরোপের সফলতম ক্লাবটি৷

লিভারপুলের বিপক্ষে আসছে ম্যাচে তাই এগিয়ে থাকলেও সতর্ক আনচেলত্তি। লা লিগায় শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পর আসছে হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে ইতালিয়ান কোচ বলেন, সেরা ছন্দে না থাকলে সমস্যায় পড়তে হতে পারে তাদের।

“আমাদের চেলসির বিপক্ষে গত বছরের লড়াইয়ের অভিজ্ঞতা আছে। এবার এখানে আমরা এগিয়ে আছি, এজন্যই আমরা ফেভারিট। কিন্তু প্রথম লেগের মতো একই মনোভাব নিয়ে আমাদের আরও ৯০ মিনিট খেলতে হবে।”

“আমরা সুবিধাজনক অবস্থায় আছি। কিন্তু আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করার কথা ভাবতে পারি না, আমাদের ৯০ মিনিট শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে হবে।”