টেনিস: উইম্বলডন
এদিন যদিও সেরা ছন্দে দেখা যায়নি সার্বিয়ান তারকাকে।
Published : 07 Jul 2024, 03:17 AM
প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে হারিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় উঠলেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা।
বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে শনিবার রাতে তৃতীয় রাউন্ডে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৩) গেমে জেতেন ৩৭ বছর বয়সী জোকোভিচ।
চোটের কারণে ফরাসি ওপেনের মাঝপথে সরে দাঁড়ানোর পর মাস খানেক আগে জোকোভিচের হাঁটুতে অস্ত্রোপচার হয়। এদিন সেরা ছন্দে দেখা যায়নি তাকে। তবে শেষ পর্যন্ত পপিরিনের বাধা ঠিকই টপকে গেলেন উইম্বলডনের সাতবারের জয়ী।