স্প্যানিশ ফুটবল
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রেয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
Published : 27 Feb 2025, 10:07 PM
মৌসুমের শেষভাগে এসে আরেক বড় ধাক্কা খেয়েছে রেয়াল মাদ্রিদ। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার দানি সেবাইয়োস।
স্প্যানিশ চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ২৮ বছর বয়সী সেবাইয়োস। সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, দুই মাসের জন্য ছিটকে যেতে পারেন স্প্যানিশ এই ফুটবলার।
রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে এই চোট পান সেবাইয়োস। এন্দ্রিকের গোলে জেতা ম্যাচের পুরোটাই খেলেন তিনি। তবে মাঠ ছাড়ার সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
পরীক্ষা-নিরীক্ষার পর রেয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ে চোট পেয়েছেন চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলা সেবাইয়োস।
গত কয়েক সপ্তাহে কার্লো আনচেলত্তির দলের শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন সেবাইয়োস। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে পাচ্ছেন না রেয়াল কোচ।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে থাকা রেয়াল মাদ্রিদ আগামী শনিবার রেয়াল বেতিসের মাঠে খেলবে। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। দ্বিতীয় লেগ আগামী ১২ মার্চ।