এশিয়ান কাপ বাছাই
তামিম ইকবালের সুস্থতার জন্য অনুশীলনের সময় প্রার্থনা করেছেন জাতীয় দলের ফুটবলাররা।
Published : 24 Mar 2025, 11:38 PM
ক্রিকেট তারকা তামিম ইকবালের অসুস্থতার খবর পৌঁছেছে শিলংয়ে, জাতীয় ফুটবল দলের কাছেও। ভারত ম্যাচের আগে নিজেদের শেষ অনুশীলনের সময় দেশের ইতিহাসের সেরা ওপেনারের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তারা।
এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। সোমবার প্রথমবারের মতো ম্যাচের ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ঘাসের মাঠে অনুশীলন করেন জামাল ভূইয়া, হামজা চৌধুরীরা।
বাধ্য হয়ে গত কিছু দিন ধরে টার্ফে অনুশীলন করছিলেন তারা। ঘাসের মাঠে ফিরতে পারার স্বস্তি ছিল তাদের। তবে তামিমের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। মাঠে গোল হয়ে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়কের সুস্থতার জন্য প্রার্থনা করেন তারা।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে টসের পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এক দফায় হাসপাতাল ঘুরে খেলার প্রস্তুতি নিতে চান তিনি। পরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মোহামেডান অধিনায়ক।
দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানো হয়।
আগের তুলনায় কিছুটা ভালো আছেন তামিম। জ্ঞানও ফিরেছে দেশের সর্বকালের সেরা ওপেনারের। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, স্টেন্টিংয়ের পরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।