চ্যাম্পিয়ন্স লিগ
আতলেতিকো কোচের মতে, নতুন চেহারার ইউরোপ সেরার প্রতিযোগিতায় এখন ড্রয়েরও তেমন একটা মূল্য নেই।
Published : 20 Sep 2024, 04:04 PM
নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগে বেড়ে গেছে টিকে থাকার চ্যালেঞ্জ। বদলে যাওয়া ফরম্যাটে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনের মতে, জয় ছাড়া এখন কোনো বিকল্প নেই।
৩৬ দল নিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। দলের সংখ্যা বাড়ানোয় বদলে ফেলা হয়েছে টুর্নামেন্টের ফরম্যাটও। এখন আর নেই গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। যার চারটি ঘরের মাঠে ও অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে নকআউট পর্ব হতো, সেভাবেই চলবে।
আসরে বৃহস্পতিবার জয় দিয়ে পথচলা শুরু করেছে আতলেতিকো। জার্মান ক্লাব লাইপজিগকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে আতলেতিকোকে স্তব্ধ করে দেন লাইপজিগের স্লোভেনিয়ান ফরোয়ার্ড বেনিয়ামিন শেশকো। ২৮তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের গোলে সমতায় ফেরে স্প্যানিশ ক্লাবটি।
ড্রয়েই শেষ হওয়ার পথে ছিল ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে জালে বল পাঠিয়ে আতলেতিকোকে উল্লাসে ভাসান উরুগুয়ের ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস।
ম্যাচ শেষে মুভিস্টারকে আতলেতিকো কোচ বলেন, নতুন চ্যাম্পিয়ন্স লিগে এখন ড্রয়ের তেমন একটা মূল্য নেই।
“এই ফরম্যাটে আমাদের অবশ্যই জিততে হতো। আজকে ড্র করলে আমাদের জন্য সেটা খুব বেশি কিছু হতো না। এই ফরম্যাটে আপনাকে প্রথমে জেতার চেষ্টা করতে হবে, আর যদি নাই পারেন তবে আপনাকে কিছু একটা পেতে হবে।”
“আমি পুরোপুরি সন্তুষ্ট, ম্যাচটি খুব ভালো হয়েছে। ড্র করলেও একই কথা বলতাম। আমরা ম্যাচটি ভিন্ন ঘরানার খেলোয়াড় নিয়ে আলাদাভাবে খেলেছি। খেলোয়াড়রা নিজেদের ভালোভাবে মেলে ধরেছে এবং আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি... আমরা যা চেয়েছিলাম সেটাই হয়েছে। ম্যাচের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করেছি আমরা।”
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আতলেতিকো। ইউরোপ সেরার মঞ্চে তাদের পরের ম্যাচ বেনফিকার বিপক্ষে। আগামী ২ অক্টোবর প্রতিপক্ষের মাঠে খেলবে তারা।