ইংলিশ ফুটবল
দলের সঙ্গে প্রথম অনুশীলন করতে নেমেই কাঁধে চোট পেয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
Published : 30 Aug 2024, 10:16 PM
রেয়াল সোসিয়েদাদ থেকে আর্সেনালে যোগ দিতেই দুর্ভাগ্য সঙ্গী হলো মিকেল মেরিনোর। ইংলিশ ক্লাবটির সঙ্গে প্রথম অনুশীলন সেশনেই চোট পেলেন তিনি। তাতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
চার বছরের চুক্তিতে গত বুধবার আর্সেনালে যোগ দেন মেরিনো। পরদিন দলের সঙ্গে অনুশীলন করতে নেমেই চোট পান তিনি। ২৮ বছর বয়সী এই ফুটবলারকে সামনের কয়েকটি ম্যাচে পাবে না প্রিমিয়ার লিগের গত দুই আসরের রানার্সআপরা।
লিগ ম্যাচে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন সংবাদ সম্মেলনে মেরিনোর চোট নিয়ে হতাশা প্রকাশ করেন দলটির কোচ মিকেল আর্তেতা।
“হ্যাঁ, খুবই দুর্ভাগ্যজনক। গতকাল একজনের সঙ্গে তার ধাক্কা লেগেছিল এবং দুর্ভাগ্যক্রমে কাঁধে আঘাত পায় সে। মনে হচ্ছে সে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবে।”
“সে নিচে পড়ে যায় এবং গাবি (গাব্রিয়েল) তার ওপরে পড়ে। মনে হচ্ছে, সম্ভবত ছোট চিড় ধরেছে। দেখতে হবে। সে খুব ব্যথা অনুভব করছিল। আরও কিছু পরীক্ষা করাতে হবে এবং তারপর ঠিকঠাক জানা যাবে।”
মৌসুমের শুরুটা ভালো হয়েছে আর্সেনালের। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পর অ্যাস্টন ভিলার বিপক্ষেও ২-০ গোলের জয় পায় তারা।