সপ্তম রাউন্ডে মেয়েদের বিভাগে জিতেছে বাংলাদেশ।
Published : 05 Aug 2022, 11:36 PM
দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে সুইডেনের চার গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে দারুণ লড়াই করল তিন গ্র্যান্ডমাস্টার ও এক ফিদে মাস্টারে গড়া বাংলাদেশ দল। পয়েন্টে ভাগাভাগি করলেন জিয়াউর রহমান-নিয়াজ মোর্শেদরা। তবে মেয়েদের বিভাগে সিরিয়াকে সহজেই হারাল বাংলাদেশ।
ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে শুক্রবার উন্মুক্ত বিভাগের সপ্তম রাউন্ডে সুইডেনের বিপক্ষে ২-২ ড্র করে বাংলাদেশ। তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে এনামুল হোসেন রাজীব জয় পান, ড্র করেন জিয়া ও নিয়াজ। ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ হেরে যান।
মেয়েদের বিভাগে সিরিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জিতেছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস। হেরেছেন উম্মে তাসলিমা তালুকদার প্রভা।
সাত ম্যাচে উন্মুক্ত বিভাগে ৮ পয়েন্ট বাংলাদেশ পরের রাউন্ডে মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের। মেয়েদের বিভাগে ৮ পয়েন্ট পাওয়া বাংলাদেশের পরের রাউন্ডের প্রতিপক্ষ তুরস্ক।