ইংলিশ ফুটবল
৪০তম জন্মদিনের শুভেচ্ছা পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হুবেন আমুরি বললেন, এই কদিনে বয়স ৫০ হয়ে গেছে তার!
Published : 27 Jan 2025, 12:16 PM
ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা তিনেক পরই হুবেন আমুরির জন্মদিন। ৪০ বছর পূর্ণ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের। সংবাদ সম্মেলনে শুভেচ্ছা জানাতেই তিনি হেসে বললেন, “৪০ নয়, আমার বয়স এখন ৫০…।”
নাহ, সত্যিকার অর্থেই জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি করেননি আমুরি। আদতেই ৪০ বছর পূর্ণ হলো তার সোমবার। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে যে চাপ, দুর্ভাবনা, আলোচনা-সমালোচনার স্রোত, সব কিছু মিলিয়ে তিনি বললেন, দুই মাসে তার বয়স বেড়ে গেছে দুই বছর!
এরিক টেন হাগকে বিদায় করার পর গত ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয় আমুরির নাম। পর্তুগিজ লিগ মাতিয়ে আসা কোচ ইংলিশ দলটির দায়িত্ব নেন গত ১১ নভেম্বর।
গত আড়াই মাসে কিছু ম্যাচে চমকপ্রদ ফল যেমন পেয়েছে, তেমনি হতাশাজনক ফলও এসেছে কিছু। পারফরম্যান্সে ধারাবাহিকতা আসেনি। খেলার ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। মার্কাস র্যাশফোর্ডকে দেড় মাস ধরে স্কোয়াডের বাইরে রাখাসহ নানা কারণে খবরের শিরোনামও হয়েছেন এই কোচ।
সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাটেডের মতো ক্লাবের কোচ হওয়ার সম্মান ও যন্ত্রণা, দুটিই টের পাচ্ছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আমুরি বললেন সেই অভিজ্ঞতার কথাই।
“৪০ নয়, আমার বয়স এখন ৫০! ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মাস কাটিয়ে বয়স ৫০ হয়ে গেছে…।”
জন্মদিন একটি বিশেষ উপলক্ষ তো বটেই। তবে আমুরির কাছে উপযুক্ত উপহার দলের জয়।
“৪০তম জন্মদিন এখানে কাটাতে পারা আমার জন্য সম্মানের। তবে ম্যাচ জেতা ও তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব বেশি উন্নতি হয়নি দলের খেলায় এবং এটা বাস্তব। তবে জয় তো সবসময়ই উন্নতিতে সহায়তা করে।”
এই ম্যাচে গোটা সময়ে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। সেটিতেই গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। আমুরির মতে, কখনও কখনও এভাবে ভাগ্যকে পাশে পাওয়া জরুরি।
“কয়েকটি ম্যাচে কিন্তু ভাগ্যের সহায়তা আমরা পাইনি। আজকে অবশ্যই সেরা ম্যাচ ছিল না আমাদের, তবে জিততে পেরেছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার পরিকল্পনা খুবই স্বচ্ছ যে, এই দলকে নিয়ে কী করতে চাই। কখনও কখনও অবশ্যই হতাশ হই। তবে আমরা ভিন্ন একটি ঘরানায় খেলতে চাই এবং ভবিষ্যতে অবশ্যই ভিন্ন সেই ধরনে খেলব।”