ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে রেয়াল সোসিয়েদাদকে উড়িয়ে নেওয়ার পর এখন শিরোপায় চোখ রাখছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
Published : 14 Mar 2025, 01:29 PM
সুসময়ের আলতো ছোঁয়ায় যেন চনমনে হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের বিপক্ষে পয়েন্ট আদায় করার পর এবার রেয়াল সোসিয়েদাদকে গুঁড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে তারা। উজ্জীবিত কোচ হুবেন আমুরি এখন শিরোপার স্বপ্ন দেখার সাহসও পাচ্ছেন। বিশেষ করে, দুঃসময়ের দীর্ঘ প্রহরে দলের কান্ডারি হয়ে থাকা ব্রুনো ফের্নান্দেসের জন্য ট্রফি চান কোচ।
ফের্নান্দেসের দুর্দান্ত পারফরম্যান্সেই ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে বৃহস্পতিবার হ্যাটট্রিক করেছেন ফের্নান্দেস। দল জিতেছ ৪-১ গোলে।
ম্যাচের দশম মিনিটেই যদিও মিকেল ওইয়ারসাবালের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল সোসিয়েদাদ। তবে ছয় মিনিট পরই ফের্নান্দেসের পেনাল্টিতে সমতায় ফেরে ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফের্নান্দেসের আরেকটি পেনাল্টিতে এগিয়ে যায় দল। ৬৩তম মিনিটে ডিফেন্ডার জন আরামবুরু লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। ৮৭তম মিনিটে ফের্নান্দেস পূরণ করেন হ্যাটট্রিক। যোগ করা সময় ব্যবধান আরও বাড়ান দিয়োগো দালো।
প্রথম লেগে সোসিয়েদাদের মাঠে ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে।
এবার জয়ের পর হ্যাটট্রিক করা ফের্নান্দেসকে নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানালেন আমুরি। পর্তুগিজ মিডফিল্ডারের প্রশংসা অবশ্য নিয়মিতই করতে হয় তাকে। দলের আঁধারে বরাবরই আলোর রেখা এই ৩০ বছর বয়সী ফুটবলারই। তার জন্য হলেও ট্রফি জিততে দলের অন্যদের প্রতি তাগিদ জানালেন ইউনাইটেড কোচ।
“ব্রুনোকে নিয়ে এর মধ্যেই অনেক কথা বলেছি আমরা। সবাই জানি, কখনও কখনও সে হতাশ হয়ে ওঠে। আমরা জানি, সে জিততে মরিয়া। কাজেই যখন সবকিছু ঠিকঠাক হয় না, তখন সে পজিশন বদল করে বলের পেছনে ছুটতে থাকে। মাঝেমধ্যে সতীর্থদের ওপর আরেকটু আস্থা রাখা প্রয়োজন তার। তবে আমাদের যখনই প্রয়োজন, সবসময়ই তাকে পাওয়া যায়।”
“সে বল সামনে বাড়িয়ে নেয়, গোল করতে পারে, রক্ষণকাজও পারে। আমাদের দলের জন্য সে আদর্শ অধিনায়ক ও আমাদের উচিত, তার পাশে থেকে শিরোপা জিততে সহায়তা করা।”
এই নিয়ে টানা ছয় ম্যাচে গোল করলেন ফের্নান্দেস। ইউনাইটেডের সবশেষ ১৩ গোলের ১১টিতেই আছে তার সরাসরি অবদান।
লম্বা সময় ধরে দুঃসময়ের চক্রে থাকা ইউনাইটেডের জন্য এই সপ্তাহটি একটু স্বস্তির উপলক্ষ বয়ে এনেছে। আমুরির মতে, ক্লাবের ভবিষ্যতের খানিকটা ঝলক এই সপ্তাহে দেখা গেছে।
“এই সপ্তাহে আমরা দেখিয়েছি যে, এই ধরনের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আর্সেনালের বিপক্ষে আমাদের প্রদর্শনী খুব দর্শনীয় ছিল না। তবে আমাদের বিশ্বাস পোক্ত করতে তা সহায়তা করেছে। এই ম্যাচে প্রথম মিনিট থেকেই আমরা বিশ্বাস করেছি যে, পরের ধাপে যেতে পারি।”
“এই সপ্তাহটি ছিল আমাদের জন্য ভিন্ন কিছু। বর্তমানের সমস্যাগুলোর মোকাবেলা আমরা করছি, পাশাপাশি ভবিষ্যতের ছবিটা দেখাতে পেরেছি। ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য এই ম্যাচটি ছিল দুর্দান্ত।”