কোপা লিবের্তাদোরেস
আর্জেন্টিনার জায়ান্ট ক্লাব রিভার প্লেটের ময়দানে প্রথমবার মহাদেশ সেরা হওয়ার উৎসব করল ব্রাজিলিয়ান ক্লাবটি।
Published : 01 Dec 2024, 03:57 PM
ম্যাচ শুরুর বাঁশি মাত্রই বেজেছে, গ্যালারিতে অনেক দর্শক তখনও ঠিকঠাক বসতে পারেননি, সেই সময়ই মাঠে ঘটে যায় অভাবনীয় ঘটনা। ত্রিশ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন মিডফিল্ডার গ্রেগোরে। তবে, এরপর যা হয় তা হয়তো আরও বিস্ময়কর। পুরোটা সময় একজন কম নিয়েই আতলেতিকো মিনেইরোকে হারিয়ে প্রথমবারের মতো কোপা লিবের্তাদোরেস জয় করে বোতাফোগো।
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে হয় এই ব্রাজিলিয়ান ফুটবল উৎসব। লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টের ‘অল ব্রাজিলিয়ান’ ফাইনালে মিনেইরোকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোতাফোগো।
ম্যাচ শুরু হতেই ওই ধাক্কাটা খায় বোতাফোগো। হাই কিক নিতে গিয়ে প্রতিপক্ষের ফাউস্তো ভেরাকে ফাউল করে বসেন গ্রেগোরে। ভেরার মাথা দিয়ে রক্ত পড়তে দেখা যায়। গ্রেগোরেকে লাল কার্ড দেখাতে একদমই দেরি করেননি রেফারি।
শুরুতে এভাবে ব্যাকফুটে চলে যাওয়ার পরও, সমর্থকদের উল্লাসে ভাসিয়ে ৩৫তম মিনিটে বক্সের মধ্যে থেকে জোরাল শটে বোতাফোগোকে এগিয়ে নেন লুইস এনরিকে।
পাঁচ মিনিট পর এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বোতাফোগো। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স তেলেস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হেডে ব্যবধান কমিয়ে মিনেইরোকে লড়াইয়ে রাখেন চিলির ফরোয়ার্ড এদুয়ার্দো ভার্গাস। তবে বাকি সময়ে দলকে আর উল্লাসের উপলক্ষ এনে দিতে পারেনি তাদের কেউ।
উল্টো সাত মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে কাছ থেকে বল জালে পাঠান বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জুনিয়র সান্তোস; শুরু হয়ে যায় বোতাফোগো শিবিরে ১২৫ বছরের ইতিহাসে প্রথমবার মহাদেশ সেরা হওয়ার উৎসব।
লাতিন আমেরিকার ক্লাব ফুটবলে যেন ব্রাজিলের দলগুলোর জয়জয়কার চলছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একই কাতারের এই টুর্নামেন্টে যে তাদের আধিপত্য চলছে দীর্ঘদিন ধরে।
কোপা লিবের্তাদোরেসে এবার নিয়ে সবশেষ পাঁচ বছরের মধ্যে চারবারই হলো অল ব্রাজিলিয়ান ফাইনাল। আর সবশেষ ছয়বারই এর চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের ক্লাব; টুর্নামেন্টের ৬৪ বছরের ইতিহাসে আগে যা কখনও হয়নি।