এশিয়ান কাপ বাছাই
ফাহামিদুল ইসলামের বাদ পড়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বাংলাদেশ কোচ।
Published : 19 Mar 2025, 07:35 PM
ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলামের দলে জায়গা না পাওয়া নিয়ে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। সমর্থকদের অভিযোগ, ‘সিন্ডিকেটের’ কারণে উপেক্ষার শিকার হয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন হাভিয়ের কাবরেরা। স্পষ্ট ভাষায় বাংলাদেশ কোচ বললেন, ফাহামিদুলকে নেওয়া ও বাদ দেওয়ার সিদ্ধান্ত তার একার।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার সংবাদ সম্মেলনে এ ম্যাচ নিয়ে ভাবনা, হামজা চৌধুরীর দলে যোগ দেওয়া, ফাহামিদুলের বাদপড়াসহ অনেক বিষয় নিয়ে কথা বলেন কাবরেরা।
সংবাদ সম্মেলন শুরুর আগেই হোটেলের বাইরে ফাহামিদুলকে ফেরানোর দাবি নিয়ে জড়ো হয় সমর্থকরা। তাদের অভিযোগ ‘সিন্ডিকেটের’ বলি হয়েছে ইতালি প্রবাসী ফরোয়ার্ড। উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি ইতিবাচক দৃষ্টিতে দেখার কথা বললেন কাবরেরা।
“আমি মনে করি, ফাহামিদুলকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমার কাছে ইতিবাচক। আমিই তাকে নির্বাচন করেছি, যেহেতু কয়েক মাস তাকে অনুসরণ করেছি, তার ক্লাব ও ক্লাব পরিচালকদের সাথে যোগাযোগ রেখেছি। ডাকার আগেই আমি তাকে ভালোভাবি জানি।”
“সে ক্যাম্পে এলো, সে আমাদের সাথে এক সপ্তাহ ছিল, এতে করে আমরা তাকে আরও ভালোভাবে জানতে সক্ষম হলাম, কিন্তু তাকে নিয়ে যে সিদ্ধান্ত আমি নিয়েছি, তার আরও সময় প্রয়োজন এবং এটাই মূল কথা।”
তরুণ এই ফরোয়ার্ড বাংলাদেশ দলের ভবিষ্যৎ বলেও মনে করেন কাবরেরা। তবে, এ মুহূর্তে ভারত ম্যাচে দলে তাকে ফেরানোর কোনো সুযোগ দেখছেন না বাংলাদেশ কোচ।
“এটা ইতিবাচক এবং সে মেধাবী খেলোয়াড়। সে খুবই তরুণ, মাত্র ১৮ বছর বয়স। ভবিষ্যতে জাতীয় দলের খেলার মান তার আছে। এ মুহূর্তে ভারতের মুখোমুখি হতে এবং এমন ম্যাচের চ্যালেঞ্জ নিতে (তার চেয়ে) অন্যরা আরও বেশি প্রস্তুত।”
“ফাহামিদুলকে নিয়ে নেতিবাচক কিছু নেই। সে আমাদের সঙ্গে আছে, দলের অংশ এবং এখন পরের লক্ষ্যের জন্য প্রস্তুতি নিতে তার আরও সময় প্রয়োজন। সবকিছুই ইতিবাচক। তবে, এ মুহূর্তে তার ফেরার কোনো সুযোগ নেই। সে ইতালি চলে গেছে।”