আন্তর্জাতিক ফুটবল
তবে ইংল্যান্ড দলের বর্তমান খেলোয়াড় কাইল ওয়াকার পরীক্ষিত ও সফল একজন কোচকে পাওয়ায় ভালো কিছুর সম্ভাবনা দেখছেন।
Published : 18 Oct 2024, 04:22 PM
জার্মান কোচ টমাস টুখেলকে ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়ায় বিস্মিত ফুটবল অঙ্গনের অনেকে। দেশটির সাবেক তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির যেমন বিশ্বাসই হচ্ছে না, ইংলিশ কোচদের বাদ দিয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) একজন বিদেশিকে বেছে নিয়েছে।
গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের বিপক্ষে ইংল্যান্ড হেরে যাওয়ার পর কেইন-ফোডেনদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। তারই উত্তরসূরি হিসেবে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টুখেল, আগামী ১ জানুয়ারি কাজ শুরু করবেন তিনি।
ইংল্যান্ডের সুদীর্ঘ ইতিহাসে স্রেফ তৃতীয় বিদেশি কোচ টুখেল। বর্তমানে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন লি কার্সলি।
টুখেলের কোচিং সামর্থ্য নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই রুনির মনে।
“আমি মনে করি, তিনি দারুণ একজন কোচ। কিন্তু আমি অবাক হয়েছি, এফএ তাকে নিয়োগ দেওয়ায়।”
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে পা রাখা এবং বর্তমানে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্লিমিথ অর্গাইলের দায়িত্বে থাকা রুনির বিশ্বাস, দেশের কোচদের শাণিয়ে তোলার যে প্রোগ্রাম এফএ-এর আছে তা দুর্দান্ত। তারপরও বিদেশি কোচ বেছে নেওয়ার যুক্তি পাচ্ছেন না তিনি।
“এফএ যেটা তৈরি করেছে-এবং আমিও সেটার অংশ ছিলাম, গত ১০-১৫ বছরে তারা যা গড়ে তুলেছে, নিজ চোখে আমি তা দেখেছি-এর সবকিছুই দুর্দান্ত।”
“তরুণ কোচদের উঠে আসার জন্য এটা দারুণ এক ক্ষেত্র, তাই (এফএ) নিজেদের একজনকে বেছে না নেওয়ায় আমি অবাক।”
অভিজ্ঞ ডিফেন্ডার ও বর্তমান ইংল্যান্ড দলের নিয়মিত মুখ কাইল ওয়াকার একজন ইংলিশ কোচের প্রতি আগ্রহের কারণ বুঝতে পারছেন। তবে টুখেলকে দায়িত্ব দেওয়া দারুণ কার্যকর হবে বলেই মনে করেন তিনি।
টুখেলের প্রতি আস্থা রাখতে ‘ইউ উইল নেভার বিট কাইল ওয়াকার’ নামের বিবিসি পডকাস্টে সেই বিশ্বাসের কথাই বললেন ম্যানচেস্টার সিটির রাইট-ব্যাক ওয়াকার।
“ইংল্যান্ড জাতীয় দলের কোচ একজন ইংলিশ হবেন, ইংল্যান্ডের জনগনের এই ভাবনা আমি বুঝতে পারি।”
“কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ, কে ফল এনে দেবে। বড় ক্লাবে তিনি প্রমাণ করেছেন যে, বড় মাপের খেলোয়াড়দের তিনি সামলাতে পারেন। পিএসজিতে তিনি তা করেছেন, এরপর চেলসিতে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন (ফাইনালে) ম্যানচেস্টার সিটির বিপক্ষে, আর এটা আমার মনে গেঁথে আছে।”
বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি ও চেলসির পর ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন টুখেল। তিনিই টটেনহ্যাম হটস্পার থেকে ইংল্যান্ড অধিনায়ক কেইনকে বায়ার্ন শিবিরে যোগ করেন।
টুখেল ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর কেইন এক্স-এ লিখেছেন, “বসের অধীনে আবার কাজ করতে মুখিয়ে আছি।”