বিশ্বকাপ বাছাই
দলকে আরও সংগঠিত দেখতে চান ইংল্যান্ড কোচ টুখেল।
Published : 22 Mar 2025, 07:08 PM
ইংল্যান্ডের ডাগআউটে টমাস টুখেলের শুরুটা হয়েছে জয় দিয়ে। দুই অর্ধের দুই গোলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে আলবেনিয়াকে। তিন পয়েন্ট পাওয়ার তৃপ্তি থাকলেও দলে আরও উন্নতির জায়গা দেখছেন জার্মান কোচ টুখেল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে ইংল্যান্ড।
আন্তর্জাতিক ফুটবলে অভিষেকে ২০তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ১৮ বছর বয়সী ডিফেন্ডার মাইলস লুইস-স্কেলি। ৭৭তম মিনিটে ব্যবধান বাড়ান ইংল্যান্ডের রেকর্ড স্কোরার হ্যারি কেইন।
নিজেদের সেরা ছন্দ থেকে এই ম্যাচে অনেক দূরে ছিল ইংল্যান্ড। ৫১ বছর বয়সী টুখেল তাই আরও উন্নতির তাগিদ দিলেন দলকে।
“আমরা আরও ভালো করতে পারি, আমাদের আরও ভালো করতে হবে। আমরা ম্যাচের শুরুটা ভালো করেছিলাম, সাত বা আট মিনিট আমাদের কাছে শতভাগ বল দখলে ছিল, আমরা অনেক পাস দিয়েছি।”
“(প্রতিপক্ষের) পাল্টা আক্রমণ সামলানোর জন্য আমরা খুব একটা সংগঠিত ছিলাম না। পরে দ্বিতীয় গোলের পর খেলা কার্যত শেষ হয়ে যায় এবং আমরা তা দেখতে পাই।”
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকে গোল করার রেকর্ড গড়েছেন লুইস-স্কেলি (১৮ বছর ১৭৬ দিন)। আগের রেকর্ডটি মার্কাস র্যাশফোর্ড গড়েছিলেন ২০১৬ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে (১৮ বছর ২০৯ দিন)
আর্সেনালের তরুণ প্রতিভা লুইস-স্কেলিকে নিয়ে উচ্ছ্বসিত টুখেল।
“অসাধারণ একজন খেলোয়াড় সে। অসাধারণ ব্যক্তিত্ব। সে ক্যাম্পে এসে তাৎক্ষণিকভাবে দেখিয়ে দিয়েছিল যে, তাকে নিয়ে মুগ্ধ হওয়া স্বাভাবিক।”
নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার লাটভিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।