Published : 18 Mar 2024, 03:39 PM
অনেক আশা জাগিয়ে ফাইনালে উঠে লড়াই করতে পারলেন না মারিয়া সাকারি। গ্রিসের এই খেলোয়াড়কে একরকম উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান ওয়েলসের নারী এককে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়াওতেক।
ফাইনালের ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেননি নবম বাছাই সাকারি। ৬-৪, ৬-০ গেমে জিতে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে দ্বিতীয়বারের মতো শিরোপাটি জিতলেন নারী এককের নাম্বার ওয়ান শিয়াওতেক।
২০২২ সালে এখানে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন পোলিশ তারকা। সেবারও ফাইনালে সরাসরি সেটে জিতেছিলেন শিয়াওতেক।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে শিয়াওতেকের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
সেই হতাশা ভুলে গত মাসে কাতার ওপেনে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন শিয়াওতেক। এবার ইন্ডিয়ান ওয়েলস জিতে ২২ বছর বয়সী তারকার মুখে হাসি যেন আর ধরে না।
“এই মুহূর্তে আমার মনে হচ্ছে, সত্যিই আমি ভালো কাজ করেছি। অস্ট্রেলিয়ার (অস্ট্রেলিয়ান ওপেন) পর সবকিছু সহজ ছিল না। ভালো খেলার জন্য এবং মানসিকভাবে সবকিছু ভালোভাবে সামলাতে কঠোর পরিশ্রম করছিলাম।”