চোটে মাদ্রিদ ডার্বিতে অনিশ্চিত দে পল

ঊরুর চোটে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন আতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2023, 09:13 AM
Updated : 23 Feb 2023, 09:13 AM

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে চোট হানা দিয়েছে আতলেতিকো মাদ্রিদ শিবিরে। ঊরুর চোটে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার রদ্রিগো দে পল।

লা লিগায় গত রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন দে পল। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হয়। ম্যাচে আতলেতিকো জেতে ১-০ গোলে।

বিবৃতি দিয়ে গত বুধবার দে পলের চোটের বিষয়টি জানায় আতলেতিকো। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার কবে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি।

এতে শঙ্কায় পড়ে গেছে আসছে মাদ্রিদ ডার্বিতে দে পলের অংশগ্রহণ। লা লিগায় আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে খেলবে আতলেতিকো।

দে পলের চোটের বিষয়ে আতলেতিকো বিস্তারিত না জানালেও ক্লাবটির আশা লম্বা সময়ের জন্য হয়ত মাঠের বাইরে থাকবেন না এই আর্জেন্টাইন। লা লিগায় সেরা চারে থাকার লড়াইয়ে দ্রুতই তাকে পাবেন কোচ দিয়েগো সিমেওনে।

লিগে ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে অবশ্য চতুর্থ স্থানে আছে আতলেতিকো। তিনে আছে রিয়াল সোসিয়েদাদ, ৪৩ পয়েন্টে দলটির।

সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা।