ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ইউরোতে এবার এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি এমবাপে, তবে কোয়ার্টার-ফাইনালে দলের সেরা তারকাকে সেরা চেহারায় দেখতে চান ফ্রান্সের কোচ।
Published : 05 Jul 2024, 11:06 AM
ফ্রান্স কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল, অথচ কিলিয়ান এমবাপের দেখা নেই! হ্যাঁ, এমবাপে দলে আছেন ও খেলছেন। কিন্তু তাকে আলাদা করে চেনা যাচ্ছে কেবল মাস্ক দেখে, পারফরম্যান্সে নয়। এত বড় তারকা হয়েও যদি তিনি অন্যদের মতো টিমটিম করে জ্বলতে থাকেন, তাহলে তো তাকে খুঁজে পাওয়া কঠিনই। তবে কোচের চোখে এখনও তিনি ধ্রুবতারাই। দলের সেরা তারকাকে কোয়ার্টার-ফাইনালে সেরা চেহারায় দেখতে চান ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
এমবাপে আপন চেহারায় নেই, তার দলের আক্রমণভাগের অবস্থাও বিব্রতকর। অবিশ্বাস্য হলেও সত্যি, নিজেরা স্রেফ একটি গোল করে এবং ‘ওপেন প্লে’ থেকে কোনো গোল না করেই এবারের ইউরোর কোয়ার্টার-ফাইনালে চলে এসেছে ফ্রান্সে।
গ্রুপ পর্বে অস্ট্রিয়াকে তারা হারায় আত্মঘাতী গোলে, গোলশূন্য ড্র করে নেদারল্যান্ডসের সঙ্গে, পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় তারা বেলজিয়ামকে বিদায় করে আবারও আত্মঘাতী গোলে।
কোয়ার্টার-ফাইনালে শুক্রবার তাদের প্রতিপক্ষ পর্তুগাল। ম্যাচের আগে এমবাপের ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে যৌক্তিকভাবেই। তবে অধিনায়কের ওপর আস্থার কমতি নেই ফরাসি কোচের। এমবাপের ফর্মহীনতার কারণ ব্যাখ্যা করে দেশম বললেন, আশা নিয়ে তাকিয়ে আছেন তিনি শেষ আটের লড়াইয়ে।
“কিলিয়ানের প্রস্তুতিপর্বে একটু সমস্যা হয়েছিল। এরপর টুর্নামেন্ট শুরুর পর তো আরেক ঝামেলা হয়ে গেল (নাক ভেঙে যাওয়া ও পরে মাস্ক পরে খেলা)। এখন সে ভালো অনুভব করছে। পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত সেই এমবাপেকে আমাদের খুবই প্রয়োজন।”
শুধু এমবাপেই নয়, আক্রমণে ফ্রান্সের দুর্দশার বড় একটি কারণ অঁতোয়ান গ্রিজমানের ছন্দহীনতাও। বরাবরই বড় টুর্নামেন্টে দলের প্রাণভ্রোমরা থাকেন যিনি, এবার সেই অভিজ্ঞ তারকা বেশ ম্রিয়মান। তবে তার ওপরও ভরসরা রাখছেন কোচ।
“অঁতোয়ানের প্রচেষ্টা বরাবরের মতোই দলে মহামূল্যবান। টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলে, প্রত্যাশার চেয়ে কমই আছে (তার পারফরম্যান্স)। তবে এটা নিশ্চিত করতে পারি, অঁতোয়ান হতাশ নয়। সে মরিয়া হয়ে আছে এবং কোয়ার্টার-ফাইনালে ওদের সবার পারফরম্যান্স আমাদের প্রয়োজন হবে।”
অনেকটা ফ্রান্সের মতোই অবস্থা পর্তুগালের। তারকায় ঠাসা দল নিয়েও তারা খুব তীব্রভাবে আলো ছড়াতে পারেনি এখনও। তুরস্কের বিপক্ষে ম্যাচটি ছাড়া সেভাবে ভালো খেলতে পারেনি তারা কোনো ম্যাচে। ক্রিস্তিয়ানো রোনালদো এখনও পারেননি কোনো গোল করতে।
তবে পর্তুগালের শক্তি, সামর্থ্য ও খেলার ধরনকে ঠিকই সমীহ করছেন ফ্রান্সের কোচ।
“টুর্নামেন্টের শুরুতে ফেভারিট দলগুলির একটি ছিল পর্তুগাল এবং এখনও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ছুটে যাওয়ার পর্যাপ্ত রসদ তাদের আছে।”
“এই ম্যাচটি হবে শক্তির লড়াই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই পর্তুগাল দলের সামর্থ্য আছে বল পায়ে রেখে খেলার এবং তারা রক্ষণের চেয়ে আক্রমণ করতেই বেশি পছন্দ করে। কাজেই এটি শক্তির লড়াই হবে।”
তবে পর্তুগাল যে আগ্রাসী ফুটবলই খেলবে, এই ধারণা নিয়েও বসে নেই দেশম। ফ্রান্সের বিপক্ষে অন্য দলগুলির কৌশল থেকে ভিন্ন বার্তাও তিনি পেয়েছেন। পর্তুগালের সম্ভাব্য কৌশল সম্পর্কে জানতে একটু মজাও করলেন বিশ্বকাপজয়ী এই কোচ।
“নেদারল্যান্ডস যখন আমাদের বিপক্ষে খেলেছে, আমরা দেখেছি যে তারা স্বাভাবিকের চেয়ে অনেকটাই সাবধানী ফুটবল খেলেছে। আমাদের বিপক্ষে বেলজিয়ামের কৌশলও অনেকটা ছিল একইরকম। হয়তো পর্তুগালও এরকম পথ বেছে নিতে পারে, কে জানে!”
“আমি জানি, তাদের কোচ রবের্তো মার্তিনস ফর্মেশন বদলাতে পছন্দ করেন। কখনও রক্ষণে তিন জন নিয়ে খেলেন তিনি, কখনও বাড়তি ডিফেন্ডার থাকে। ভেতরের কোনো খবর আপনাদের জানা থাকলে, আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় থাকব!”