আন্তর্জাতিক ফুটবল
ফিটনেস নিয়ে কাজ করতে নিজেই বিরতি চেয়েছেন বেলজিয়ামের সর্বোচ্চ গোল স্কোরার রোমেলু লুকাকু।
Published : 30 Aug 2024, 07:44 PM
আন্তর্জাতিক ফুটবলে কেভিন ডে ব্রুইনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া শঙ্কার মেঘ আপাতত সরে গেছে। নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দলে তারকা এই মিডফিল্ডারকে রেখেছে বেলজিয়াম। তবে অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে পাচ্ছে না তারা।
ম্যাচ দুটির জন্য শুক্রবার ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ দমেনিকো তেদেস্কো।
ডে ব্রুইনের আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবশেষ আসর থেকে। জার্মানির আসরে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় বেলজিয়াম। তখন অবসর নিয়ে এক প্রশ্নের জবাবে ডে ব্রুইনে বলেছিলেন, “আমার শরীরের বিশ্রামের প্রয়োজন। এই গ্রীষ্মের পর আমি সিদ্ধান নেব।”
ম্যানচেস্টার সিটি ও বেলজিয়ামের হয়ে টানা খেলার মধ্যে থাকায় হাঁপিয়ে ওঠার কথাও বলেছিলেন ৩৩ বছর বয়সী ডে ব্রুইনে। তবে তখনই দলে তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন তেদেস্কো।
২০২৬ বিশ্বকাপে চোখ রেখে তরুণ ফুটবলারদের সুযোগ দিতে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই দলে রাখেননি বেলজিয়াম কোচ। তবে তার পরিকল্পনার বড় অংশ জুড়ে যে ডে ব্রুইনে আছেন, সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন তেদেস্কো।
“বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হতে আমাদের হাতে ছয় মাস সময় আছে নতুন কিছু চেষ্টা করার। পরীক্ষা করার জন্য আমরা নতুন খেলোয়াড়দের আনতে পারি, তারা কীভাবে পারফর্ম করে সেটা দেখতে তাদেরকে সেই মঞ্চ দিতে পারি।”
“আমরা তাদের (অভিজ্ঞদের) সামর্থ্য জানি, তাই এখন অন্যদের পরখ করে দেখতে পারি। কিন্তু কেভিন (ডে ব্রুইনে) ব্যতিক্রম। কেভিন আমাদের অধিনায়ক এবং আমি মনে করি, কেভিনকে ঘিরে আমরা এই তরুণ খেলোয়াড়দের বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারি।”
বাদ পড়া ইয়ানিক কারাসকো, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও অ্যালেক্স উইটসেলের সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তেদেস্কো। এই খেলোয়াড়দের ভবিষ্যতে ফেরানোর পথও খোলা রেখেছেন তিনি।
চেলসি থেকে বৃহস্পতিবার নাপোলিতে যোগ দেওয়া লুকাকু নিজেই চেয়েছেন বিরতি। ফিটনেস নিয়ে কাজ করতে চান আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের রেকর্ড গোলদাতা। বছরের শেষ দিকে তাকে পাওয়ার আশায় আছেন তেদেস্কো।
বেলজিয়াম দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জুলিয়েন ডুরানভিল। অবসর নেওয়ায় দলে নেই ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন। আর তেদেস্কোর কোচিংয়ে খেলতে রাজি নন রেয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া।
আগামী ৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে বেলজিয়াম। তিন দিন পর ফ্রান্সের মুখোমুখি হবে তারা।