বসুন্ধরা কিংস
লিগের দ্বিতীয় পর্বের জন্য এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে টেনেছে বসুন্ধরা কিংস।
Published : 28 Feb 2025, 06:34 PM
লিভারপুল ও রেয়াল মাদ্রিদের মতো বিখ্যাত ক্লাবের যুব দলে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে দলে টেনেছে বসুন্ধরা কিংস।
আপাতত এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি সময়ের জন্য ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
“আমাদের একজন লম্বা স্ট্রাইকারের প্রয়োজন ছিল। লেসকানোর উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। তাছাড়া তার লিভারপুল ও রেয়াল মাদ্রিদের যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এ কারণে তাকে দলে নিয়েছি আমরা।”
“আপাতত চুক্তি লিগের দ্বিতীয় ধাপের জন্য। এরপর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তি নবায়নের সুযোগ থাকছে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের পর লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে। অবশ্য তার আগেই আমাদের ক্যাম্প চলবে। লেসকানো শিগগিরই যোগ দিবে।”
আর্জেন্টিনায় জন্ম নেওয়া লেসকানোর ফুটবলার হিসেবে বেড়ে ওঠা স্পেনের ক্লাব ইন্টার দি মাদ্রিদে। এরপর তিনি লিভারপুল ও রেয়ালের যুব দলেও খেলেছেন। সবশেষ এই আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলেছেন চীনে।